হিমবাহ: হৈমবাহিক বরফ, উপত্যকা ও প্রস্তর

হিমবাহ [Glacier]: ভূ-পৃষ্ঠের কোন অঞ্চলে বা উঁচু পার্বত্য এলাকায় সঞ্চিত বরফের বিশাল স্তুপকে হিমবাহ বলে। সাধারণত উঁচু পার্বত্য এলাকার হিমবাহ বা বরফের স্তুপ মধ্যাকর্ষণ শক্তির টানে ক্রমে নিম্নভূমির দিকে ধাবিত হয়। নিম্নভূমির দিকে ধাবিত হওয়ার পথে এ হিমবাহ বা বরফ ক্রমে আরো শক্ত হতে থাকে। হিমবাহের তলদেশ কখনই গলে যায় না। এ ধরনের হিমবাহকে শীতল হিমবাহ বলে। উদাহরণস্বরূপ- এ্যান্টার্টিকার হিমবাহ বা বরফের কথা বলা যায়। আবার হিমবাহ অঞ্চলের কিছু কিছু বরফ আছে, যেগুলোর তলদেশে প্রায়শই তরল হওয়ার মত পরিস্থিতি সৃষ্টি হয়। এ ধরনের হিমবাহ অঞ্চলের বরফ প্রবল বেগে নিম্নভূমির দিকে ধাবিত হতে দেখা যায়। উদাহরণস্বরূপ- অ্যালপানির হিমবাহ বা বরফের কথা বলা যায়।
হৈমবাহিক বরফ [Glacial Ice]: সাধারণত হিমবাহ অঞ্চলের পার্বত্য এলাকায় সঞ্চিত হিমবাহ বা বরফের স্তুপকে হৈমবাহিক বরফ বলে। অর্থাৎ উঁচু পার্বত্য এলাকায় হিমবাহের বা বরফের স্তুপ ক্রমে সঞ্চিত হয়ে নিম্নভূমির বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে। আর একেই হৈমবাহিক বরফ (glacial ice) বলা হয়।
হৈমবাহিক উপত্যকা [Glacial Valley]: হিমবাহ অঞ্চলের উঁচু পার্বত্য এলাকায় যে উপত্যকা দিয়ে হিমবাহ বা বরফ নিম্নভূমির দিকে নেমে আসে বা চলাচল করে তাকে হৈমবাহিক উপত্যকা বলে।
হৈমবাহিক প্রস্তর [Glacial Erratic]: হিমবাহ অঞ্চলের উঁচু পার্বত্য এলাকা থেকে নিম্নভূমি দিকে হিমবাহ বা বরফ কর্তৃক বাহিত ও ক্ষয়িত বৃহদাকৃতির প্রস্তর খণ্ডকে হৈমবাহিক প্রস্তর বলে। [সংকলিত]
হিমবাহ কাকে বলে?
Follow Us on Our YouTube channel: GEONATCUL