হিমমণ্ডল | Frigid Zone
April 9, 2021

হিমমণ্ডল [Frigid Zone] বলতে সাধারণত মেরুবৃত্ত থেকে মেরুবিন্দু পর্যন্ত বিদ্যমান তাপমণ্ডলকে বুঝায়। অর্থাৎ সুমেরু বৃত্ত (সাড়ে ৬৬ ডিগ্রী উত্তর অক্ষরেখা) থেকে উত্তর মেরুবিন্দু (৯০ ডিগ্রী উত্তর) পর্যন্ত এবং কুমেরু বৃত্ত (সাড়ে ৬৬ ডিগ্রী দক্ষিণ অক্ষরেখা) থেকে দক্ষিণ মেরুবিন্দু (৯০ ডিগ্রী দক্ষিণ) পর্যন্ত অঞ্চলে সূর্য কিরণ অধিক তীর্যকভাবে পতিত হয়। এ অঞ্চলদ্বয়ে বছরের প্রায় ৬ মাস সূর্য দেখা যায় না। এ অঞ্চল দুটিতে শীতের তীব্রতাও খুব বেশি অনুভূত হয়। এ কারণে এ দুটি অঞ্চলকে হিমমণ্ডল বলা হয়। [সংকলিত]
সহায়িকা:
১. বাকী,আবদুল, ভুবনকোষ, ২০১৩, সুজনেষু প্রকাশনী, ঢাকা
২. commons.wikimedia.org
হিমমণ্ডল কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL