হিমশৈল | Iceberg
হিমশৈল [Iceberg] বলতে সাধারণত সমুদ্র পৃষ্ঠে ভাসমান বরফ স্তুপকে বুঝায়। সাধারণত শীতপ্রধান দেশসমূহের সমুদ্র পৃষ্ঠে এসব হিমশৈল ভেসে থাকতে দেখা যায়। ঐসব দেশে, বিশেষ করে গ্রীনল্যান্ড এবং এন্টার্কটিকার মত শীতপ্রধান অঞ্চলের হিমবাহ ধীরে ধীরে এসে সমুদ্রে পড়ে ভেসে বেড়ায়। এসব হিমবাহ সূর্যকিরণ, স্রোত, বৃষ্টি, প্রভৃতি দ্বারা বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয়িত হয়ে ধীরে ধীরে এসে সমুদ্রে ভাসতে থাকে। আর তখন এগুলোকে হিমশৈল (iceberg) বলা হয়। গ্রীনল্যান্ড অঞ্চলে হিমশৈল ৫০ মিটার থেকে ১০০ মিটার পর্যন্ত উঁচু এবং কয়েকশ মিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। তবে এন্টার্কটিকা অঞ্চলের হিমশৈল ৫০ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হতে দেখা যায়।
হিমশৈলগুলোর মাত্র ৯ ভাগের ১ ভাগ সমুদ্র পৃষ্ঠের উপরে ভেসে থাকে এবং বাকি অংশ সমুদ্র পৃষ্ঠের নিচে ডুবন্ত অবস্থায় থাকে। এসব হিমশৈলকে সমুদ্রের পানিতে পাক খেতেও দেখা যায়। অনেক সময় সমুদ্রের হিমশৈলসমূহ সামুদ্রিক জাহাজের জন্য বিপদজ্জনক হয়ে থাকে। আমরা অনেকেই জানি যে, বিখ্যাত ব্রিটিশ জাহাজ টাইটানিক হিমশৈলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায়। [সংকলিত]
image source: Iceberg
হিমশৈল কি
Follow Us on Our YouTube channel: GEONATCUL