হৃতমানকরণ | Humification

আর্দ্র কিংবা উপআর্দ্র জলবায়ু অঞ্চলে উদ্ভিজ এবং প্রাণীজ উৎস থেকে আগত জৈব পদার্থ পঁচে মাটির উপরের স্তরে হিউমাস (humus) বা জৈব সার সৃষ্টি হয়। সাধারণত আর্দ্র জলবায়ুতে মাটির জৈব পদার্থকে ক্ষুদ্র জীবাণুগুলো অত্যন্ত দ্রুত গতিতে বিশ্লেষণ করে। হিউমাস স্তরের গুণাবলী নির্ভর করে সাধরণত – ভূপৃষ্ঠের উপরে পতিত জৈব পদার্থের ধরন, বিয়োজিত হওয়ার ধরন, বিয়োজিত পদার্থের যৌগ সংশ্লেষণের ধরন, প্রভৃতি বিষয়ের উপর।

যেহেতু উষ্ণ-আর্দ্র জলবায়ু অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, সেহেতু মাটির হিউমাস স্তরে প্রচুর জৈব ক্ষার (acid) সৃষ্টি হয়। এ জৈব ক্ষার মাটির উপরের স্তরের খনিজ পদার্থকে দ্রবীভূত করে এবং চুয়ান প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে নিচের স্তরের দিকে নিয়ে যায়। এর ফলে মাটির মধ্যে উপর থেকে নিচের দিকে ভিন্ন ভিন্ন স্তরের সৃষ্টি হয়। মাটি গঠনের এরূপ প্রক্রিয়াকে হৃতমানকরণ (humification) বলে। [সংকলিত]


হৃতমানকরণ বলতে কি বুঝায়?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply