হেমোরেজিক স্ট্রোক | Hemorrhagic Stroke
হেমোরেজিক স্ট্রোক হলো মস্তিষ্কে রক্তক্ষরণজনিত বিপদ। এ ধরনের পরিস্থিতিতে মস্তিষ্কে রক্তনালী ফেঁটে যাওয়ার কারণে রক্তক্ষরণের ফলে একটি মারাত্মক অবস্থার সৃষ্টি হয়। তাই দ্রুত চিকিৎসা না পেলে জীবনঘাতী হতে পারে।
হেমোরেজিক স্ট্রোক এর কারণ: হেমোরেজিক স্ট্রোক এর মূল কারণগুলো নিম্নে উল্লেখ করা হলো:
উচ্চ রক্তচাপ: দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ যে কোনো মানুষের রক্তনালীগুলো দুর্বল করে দিতে পারে;
অ্যানিউরিজম: দুর্বল রক্তনালী ফেটে রক্তক্ষরণ ঘটায়;
মাথায় আঘাত: কোনোভাবে সরাসরি আঘাত লাগলে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটাতে পারে;
রক্ত জমাট বাঁধার সমস্যা: রক্ত জমাট বাঁধার সমস্যার কারণে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে।
হেমোরেজিক স্ট্রোক-এর লক্ষণসমূহ:
১। আকস্মিক তীব্র মাথাব্যথা;
২। বমি বমি ভাব;
৩। শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া;
৪। দৃষ্টি সমস্যা এবং কথা বলতে অসুবিধা হওয়া;
৫। চলাফেরায় ভারসাম্যহীনতা।
চিকিৎসা ও সতর্কতা: হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। মস্তিষ্কে রক্তক্ষরণ বন্ধ করতে শল্যচিকিৎসা প্রয়োজন হতে পারে। তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং সতর্ক জীবনযাপন করতে হবে। তাই সকলের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হওয়া উচিৎ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি। [ইশরাত জাহান মিম]
সহায়িকা: H.Al-Hasib, Dr. Tanvir Islam, Fundamentals of Nursing (2019), Diploma in Nursing Science and Midwifery (1st year), Neuron Publication, Dhaka-1205, Page: 511.
হেমোরেজিক স্ট্রোক এর লক্ষণ
Image Source: wikipedia.org