হোতা – শব্দের উদ্ভব ও বিকাশ
June 30, 2022
হোতা শব্দটির অর্থ হল নায়ক বা মূল ব্যক্তি। হোতা মূলত একটি সংস্কৃত শব্দ। এ শব্দটির মূল অর্থ হল প্রযোক্তা বা যজ্ঞকারী বা পুরোহিত কিংবা যজ্ঞকর্তা। বাংলা ভাষায় হোতা শব্দটির অর্থ বহুল বিকাশ ঘটেছে। হোতা শব্দটি এখন কেবল প্রাচীন ভারতের যজ্ঞানুষ্ঠানের সাথে সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। হোতা শব্দটি এখন অধিকাংশ ক্ষেত্রেই ষড়যন্ত্র কিংবা অপকর্মের সাথে সম্পর্কযুক্ত। বর্তমানে যে কোন অপকর্মের নায়ককেই হোতা বলা হয়। [সংকলিত]
হোতা অর্থ কী?
Follow Us on Our YouTube channel: GEONATCUL