হ্যাকিং এবং ক্র্যাকিং বলতে কি বুঝায়?

হ্যাকিং (Hacking) হলো কম্পিউটারের অপব্যবহার বা অননুমোদিত উপায়ে কম্পিউটার সিস্টেমের নেটওয়ার্ক ব্যবহার করা। হ্যাকার (Hacker) সাধারণত প্রতিষ্ঠানের বাহিরে বা ভিতরে কোম্পানির কর্মী হতে পারে, যারা ইন্টারনেট এবং অন্যান্য নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে কম্পিউটার হতে তথ্য চুরি, ক্ষতিসাধন বা প্রোগ্রাম ধ্বংস করে।
এমন কিছু হ্যাকার আছেন, যারা ইলেকট্রনিক সিস্টেম ভেঙ্গে যে কোনো কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে, যে কোনো ফাইলের তথ্য পড়ে কিন্তু চুরি বা ধ্বংস করে না। কম্পিউটার অপরাধের এটিই হলো সবচেয়ে সাধারণ ঘটনা, যার জন্য বিচারের মুখোমুখি করা হয়। অধিকাংশ ক্ষেত্রে আদালত দেখতে পায় যে, এ জাতীয় অপরাধ কারো প্রতি ব্যক্তিগত আক্রোশ থেকে করে এবং অন্যের কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশ করে। এটি সম্পূর্ণ আইন বিরোধী অপরাধ।
হ্যাকারগণ e-mail মনিটরিং, Web-server এ অনুপ্রবেশ, ফাইল ট্রান্সফার, পাসওয়ার্ড চুরি, নেটওয়ার্ক ফাইল চুরি করে অথবা এমন ডাটা অনুপ্রবেশ ঘটায়, যা কম্পিউটার সিস্টেমকে ধ্বংস করে দেয়। হ্যাকারগণ কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে একটি কম্পিউটার থেকে অন্য নেটওয়ার্কের কম্পিউটারে প্রোগ্রাম চালু করে সুবিধা গ্রহণ করে।
Telnet হলো একটি ইন্টারনেট টুল, যা দূরবর্তী কম্পিউটারসমূহের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ায় ব্যবহৃত হয়। এ টুলটি হ্যাকারগণ ব্যবহার করে কম্পিউটার e-mail পোর্টে অনুপ্রবেশ করে। এটি সাইবার অপরাধের একটি সাধারণ ঘটনা, যা নৈমিত্তিকভাবে অহরহ ঘটছে। তাই e-business এবং e-commerce এ্যাপলিকেশন্সের সফলতার জন্য ইন্টারনেট নিরাপত্তার জন্য encryption এবং firewall ব্যবহার করা হয়।
হ্যাকিং (Hacking) এবং ক্র্যাকিং (Cracking) এর মধ্যে সুষ্পষ্ট পার্থক্য বিদ্যমান। একজন ক্র্যাকার হলো (প্রচলিত নাম black hat বা darkside hacker) অপরাধী হ্যাকার। ক্র্যাকার শব্দটি আধুনিক প্রোগ্রামার বা নিরাপত্তা শিল্পের বাহিরে আলোচনা করা হয় না। সাধারণ হ্যাকার শব্দটিকে দুই ধরনের অপরাধ বা যে কোনো ধরনের সাইবার অপরাধের ক্ষেত্রে ব্যবহার করে।
সাধারণভাবে একজন ক্র্যাকার (Cracker) হলো সে ব্যক্তি, যে ব্যক্তি কোনো একটি সিস্টেমের ত্রুটি খুঁজে বের করে, যাতে ব্যক্তিগত সুবিধা অর্জন করা যায়। তারা কোম্পানির সিস্টেমের ত্রুটি দূর করার জন্য এ কাজ করে না। অধিকাংশ ক্রাকার ব্যক্তিগত ও নিরাপত্তার উপরে তাদের অধিকারের স্বাধীনতাকে সহায়তা করে। ক্র্যাকাররা সিস্টেমের ত্রুটিকে বাড়িয়ে দেয়, যাতে ঐ সিস্টেমের যে কোনো গ্রোগ্রামকে নিয়ন্ত্রণ করা যায়। কিছু কিছু ক্ষেত্রে একজন ক্র্যাকার কোনো সিস্টেমের মারাত্মক ক্ষতি সাধন করে অথবা
ব্লাকমেইল করে।
ক্র্যাকার (Cracker) শব্দটি প্রথম ব্যবহার করে Richard stallman। তিনি এ শব্দটি দ্বারা হ্যাকারের খারাপ দিকটি তুলে ধরতে চেয়েছেন। একটি গ্রুপ আছে, যারা কম্পিউারে খুবই দক্ষ এবং তারা নিজেদেরকে হ্যাকার বলে পরিচয় দেয়। আর অন্য একটি গ্রুপ আছে, যারা কম্পিউটারকে ক্ষতিকর কাজে ব্যবহার করে এবং তারা নিজেদেরকে ক্র্যাকার বলে দাবি করে। তবে সাধারণ মানুষ এদেরকে ক্র্যাকার না বলে হ্যাকারই বলে। [শারমিন জাহান সায়মা]
সহায়ক বই: ইসলাম, মোঃ নজরুল; খান, মোঃ আলী আশরাফ; সম্পাদনায় : এম. এ . কালাম; (২০১৮); ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি; ঢাকা: কমার্স পাবলিকেশন্স; পৃষ্ঠা ৩৮৪ – ৩৮৫।
Image: Hacking | computing | Britannica
হ্যাকিং কি?
ক্র্যাকিং কাকে বলে?
Follow Us on Our YouTube channel: GEONATCUL