‘Day’ নিয়ে ইংরেজিতে Word এবং Sentence
‘Day’ শব্দ নিয়ে ইংরেজিতে বিভিন্ন Word এবং Sentence গঠিত হয়। ইংরেজির এরূপ কয়েকটি Word এবং Sentence নিম্নে উল্লেখ করা হলো:
☆ Today → আজ।
☆ Yesterday → গতকাল।
☆ Tomorrow → আগামীকাল।
✰ Day after tomorrow → আগামী পরশু।
✰ Day before yesterday → গত পরশু।
✰ Every few days → কয়েক দিন পরপর।
✰ Every other day → একদিন পরপর।
✰ Every two days → দুইদিন পরপর।
✰ Every third day → তিনদিন পরপর।
✰ Day break → প্রভাত।
✰ Educative School (এডুকেটিভ স্কুল)।
✰ One day or other → কোনো না কোনো একদিন।
✰ Previous day → পূর্ব দিন।
✰ Next day → পরের দিন।
✰ By Day → দিনের বেলা।
✰ Only the other day → এইতো সেই দিন।
✰ The very day → সেই দিনেই।
✰ Gala day → উৎসবের দিন।
✰ Hectic day → ব্যস্ত দিন।
✰ Rag day → সমাপনী দিন।
✰ Memorable day → স্মরণীয় দিন।
✰ Carry the day → জয়লাভ করা।
✰ Day off → ছুটির দিন।
✰ The Other Day → সেদিন।
✰ The Very Day → সেই দিনেই।
✰ Next To Next Friday → আগামী শুক্রবারের পরের শুক্রবার।
✰ Day to day → দিনদিন।
✰ Day Care → দিবাকালীন তত্ত্বাবধান।
✰ Day Time → দিনের বেলা।
✰ To This Day → আজ পর্যন্ত।
✰ Last night → গত রাত।
✰ Tonight → অদ্য রজনীতে।
✰ Tomorrow night → আগামীকাল রাত।
✰ In the morning → সকালে।
✰ In the afternoon → বিকালে।
✰ In the evening → সন্ধ্যায়।
✰ Yesterday morning → গতকাল সকাল।
✰ Yesterday afternoon → গতকাল বিকেলে।
✰ Yesterday evening → গতকাল সন্ধ্যায়।
✰ This morning → আজ সকালে।
✰ This afternoon → আজ বিকেলে।
✰ This evening → আজ সন্ধ্যা বেলাতে।
✰ Tomorrow morning → আগামীকাল সকাল।
✰ Tomorrow afternoon → আগামীকাল বিকাল।
✰ Tomorrow evening → আগামীকাল সন্ধ্যা।
✰ In ten days → দশ দিনের মধ্যে।
✰ The previous day → আগের দিন ।
✰ The previous month → পূর্ববর্তী মাস।
✰ The previous year → পূর্ববর্তী বছর।
✰ On Monday → সোমবারে।
✰ Night after next → কালকে রাতের পরের রাতে।
✰ Biannually → ৬ মাস পরপর।
✰ For years together → বছরের পর বছর ধরে।
✰ Biennially → দুই বছর পরপর।
✰ A night owl → যে ব্যক্তি রাতে দেরিতে ঘুমায়।
✰ A one-night stand → শুধুমাত্র এক রাতের জন্য দৈহিক সম্পর্ক করা।
✰ fly-by-night → বিশ্বস্ত নয় এমন।
✰ To call it a day → অবশিষ্ট দিনের জন্য কাজে বিরতি দেয়া।
✰ Different as night and day → সম্পূর্ণরূপে।
✰ As plain as day → সুষ্পষ্ট।
✰ Day in and day out → অবিরাম।
✰ Day dream → দিবাস্বপ্ন।
✰ Better days → সুদিন।
✰ Won’t give someone the time of day → কথা বলতে অস্বীকৃতি জানানো।
✰ Fall on evil days → দুঃখ-দুর্দশায় পড়া।
✰ These days → আজকের দিনে।
✰ In those days → সে যুগে/ সে কালে।
✰ Day Spring → তরুণোদয়, নিশান্ত।
✰ Every dog has its day → সবার জীবনেরই সুদিন আসে। [ইশরাত জাহান মিম]
Follow Us in Our Youtube Channel: GEONATCUL