English Vocabulary মনে রাখার সহজ নিয়ম: Ear
English vocabulary শিখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিনিয়ত ইংরেজি শব্দ জানাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাড়িয়েছে। কিন্তু এসব আমরা অনেকেই মনে রাখতে পারি না, এবং Dictionary থেকে শত শত Words শিখেও দেখা যায় যে তাও খুব কমই সংখ্যক Word মনে থাকে। তাই আমরা খুব সহজেই যাতে করে ইংরেজি Word মনে রাখতে পারি, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং কিছু Example নিচে দেওয়া হলো।
আমরা চাইলে কিন্তু একটা Word দিয়ে অনেক অনেক Word make করতে পারি। যেমন: ear – এর বাংলা অর্থ ‘কান’। আর এ Word টি দিয়েই কিছু Word তৈরি করা যাবে। যার ফলে আর মুখস্থ করতে হবে না। এভাবেই অনেক অনেক Vocabulary মনে রাখা সম্ভব।
…. + ear অথবা ear + …. গঠিত Word meaning:
B + ear (বিয়ার) = বহন করা।
D + ear = Dear (ডিয়ার) = প্রিয়।
F + ear = Fear (ফিয়ার) = ভয়।
G + ear = Gear (গিয়ার) = যন্ত্রপাতি।
H + ear = Hear (শোনা)।
H + ear + ing = Hearing (হেয়ারিং) = শুনানি।
N + ear = Near (নিয়ার) = সন্নিকটে।
W +ear = Wear (ওয়ার) = পরিধান করা।
Wear + ing = Wearing (ওয়ারিং) = পরিধেয় বা পোশাক।
Y + ear = Year (ইয়ার) = বছর।
T + ear = Tear (টিয়ার) = অশ্রু।
Ear + ring = Earring (ইয়ারিং) = কানের দুল।
Ear + drum = Eardrum (ইয়ার্ডাম) = কানের পর্দা।
Ear + doctor = Ear doctor (ইয়ার ডক্টর) = কানের চিকিৎসক।
এভাবেই কিন্তু আমরা একটি word দিয়ে অনেকগুলো Word তৈরি করতে পারি। এবং এভাবে পড়লে খুব সহজেই Vocabulary মনে রাখা সম্ভব। [ইশরাত জাহান মিম]
English Vocabulary মনে রাখার সহজ নিয়ম
Follow Us on Our YouTube channel: GEONATCUL