Expanded Programme on Immunization (EPI)
শিশু এবং মায়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমরা সকলে একটি স্লো-গান/বাক্যের সাথে কমবেশি পরিচিত, সে স্লো-গানটি হলো “টিকা নিন, সুস্থ থাকুন”। তবে এটি অনেকেই কর্ণপাত করেন না। আবার অনেকে প্রচারের আগে থেকেই সচেতন থাকেন। তবে আপনার শিশুকে সুরক্ষা দিতে অবশ্যই সঠিক সময়ে টিকা গ্রহণ করতে হবে।
সমাজ বা পরিবারে শিশুদের নিরাপত্তা সবার আগে, তাই শিশুর জন্য সঠিক সময়ে টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের ইপিআই (Expanded Programme on Immunization (EPI) এর আওতায় বিনামূল্যে নিচের ভ্যাকসিনগুলো প্রদান করা হয়। এ ভ্যাকসিনগুলো কোন কোন রোগ নিয়ন্ত্রণের জন্য দেওয়া প্রযোজ্য, তা নিম্নে উল্লেখ করা হলো:
১। বিসিজি (BCG): যক্ষ্মা প্রতিরোধে;
২। ওপিভি (OPV): পোলিও প্রতিরোধে;
৩। পেন্টাভ্যালেন্ট (Penta): ৫টি রোগ প্রতিরোধে;
৪। পিসিভি (PCV): নিউমোনিয়া ও মেনিনজাইটিস প্রতিরোধে;
৫। রোটাভাইরাস ভ্যাকসিন: ডায়রিয়া প্রতিরোধে;
৬। এমআর (MR): হাম ও রুবেলা প্রতিরোধে;
৭। এফআইপি-ভিটিএম (FIPV): পোলিও প্রতিরোধে; এবং
৮। টিটেনাস টক্সয়েড (TT): গর্ভবতী নারী ও নবজাতকের সুরক্ষায়।
ইপিআই (EPI) প্রোগ্রামের মাধ্যমে আপনার শিশুকে সুরক্ষিত রাখুন, সঠিক সময়ে টিকা দিন এবং রোগমুক্ত ভবিষ্যৎ গড়ে তুলুন। [ইশরাত জাহান মিম] [সংকলিত]