আন্তর্জাতিক মুদ্রা তহবিল | IMF

মানুষ আন্তর্জাতিক আর্থিক কার্যকলাপের সাহায্যের ক্ষেত্রে বিশেষ ধরনের আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনেক আগে থেকেই অনুভব করে আসছিল। সে প্রয়োজনের তাগিদেই গড়ে উঠেছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান IMF।

১৯৪৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত ব্রিটন উড্স সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক ক্ষেত্রে মুদ্রা বিনিময় সংক্রান্ত ব্যাপারে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আন্তর্জাতিক অর্থ তহবিল (International Monetary Fund – IMF) প্রতিষ্ঠিত হয়। ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) কার্যক্রম শুরু হয়।

দেশ ছাড়া সম্মিলিত জাতিপুঞ্জের প্রায় সকল সদস্যই এ অর্থ তহবিলের সদস্য। শুরুতে এ অর্থ তহবিলের মূলধনের পরিমাণ ছিল ৮৮০ কোটি ডলার। সদস্য দেশসমূহের চাঁদার পরিমাণ বৃদ্ধি করায় পরবর্তীকালে এ অর্থ তহবিলের মূলধনের পরিমাণ বেড়ে যায়। প্রত্যেক সদস্য রাষ্ট্রের চাঁদার কোটা ধার্য করে দেয়া হয়েছে। প্রত্যেক সদস্য দেশকে তার ধার্যকৃত চাঁদার কোটার শতকরা ২৫ ভাগ স্বর্ণ অথবা ডলারের মাধ্যমে জমা দিতে হয়। বাকি শতকরা ৭৫ ভাগ সদস্য দেশ তাদের নিজস্ব মুদ্রায় জমা দিতে পারে।

আন্তর্জাতিক অর্থ তহবিল পরিচালনার দায়িত্ব যে কার্য পরিচালনা মণ্ডলীর উপর ন্যস্ত, তা বোর্ড অব্ গভর্নরস নামে পরিচিত। প্রত্যেক সদস্য দেশের একজন প্রতিনিধি ও একজন বিকল্প প্রতিনিধি নিয়ে বোর্ড অব্ গভর্নরস্ গঠিত। বোর্ড অব্ গভর্নরস্ আন্তর্জাতিক অর্থ তহবিলের সাধারণ নীতি নির্ধারণ করে।

আন্তর্জাতিক অর্থ তহবিলের দৈনন্দিন কার্য পরিচালনার দায়িত্ব ন্যস্ত রয়েছে ২০ সদস্য নিয়ে গঠিত একটি কার্যকরী পরিচালক সমিতি (board of executive directors) এর উপর। এর মধ্যে ৬ জন সদস্য স্থায়ী। এ স্থায়ী সদস্যগণ বেশি চাঁদা দাতা দেয়। এদেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালী ও ভারত।

এ কার্যকরী সমিতির সদস্যগণ একজন ম্যানেজিং ডাইরেক্টর নিযুক্ত করেন। এ ম্যানেজিং ডাইরেক্টরের তত্ত্বাবধানেই আন্তর্জাতিক অর্থ তহবিলের সাধারণ কার্যাবলি সম্পাদিত হয়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এ সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত। বাংলাদেশ আন্তর্জাতিক অর্থ তহবিলের অন্যতম সদস্য। [শারমিন জাহান সায়মা]


সহায়িকা: জোয়ারদার, সুকেশ চন্দ্র; আলম, মোঃ শাহ; আখতার, সুফিয়া ও ইসলাম, মোঃ নজরুল, (২০২০), আন্তর্জাতিক বাণিজ্য, মিলেনিয়াম পাবলিকেশন্স, ঢাকা, পৃষ্ঠা ৩৩২।


What is IMF?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply