বাংলা সাহিত্য March 30, 2021 বাংলা সাহিত্য সেলফ টেস্টে আপনাকে স্বাগতম টেস্ট শুরু করতে Next -এ ক্লিক করুন (Click Next to Start) ১. অপভ্রংশ কথাটির অর্থ কি?ক. উন্নতখ. সাধারণগ. বিবৃতঘ. বিকৃত ২. শ্রীরামপুরের মিশনারীরা স্মরণীয় যে কারণে -ক. প্রথম বাংলায় সংস্কার কাজখ. প্রথম বাংলা মুদ্রণগ. প্রথম বাংলা স্কুলঘ. প্রথম বাংলা ভাষায় প্রচার ৩. বাংলা সাহিত্যের যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়?ক. ৩টিখ. ২টিগ. ৪টিঘ. ৫টি ৪. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?ক. রামায়ণখ. চর্যাপদগ. মহাভারতঘ. শ্রীকৃষ্ণকীর্তন ৫. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন?ক. তিব্বত, নেপালখ. সিকিম, ভূটানগ. কাশী, বেনারসঘ. আসাম, বিহার ৬. প্রাপ্ত চর্যাপদে পদকর্তা কত জন?ক. ২৩ জনখ. ২২ জনগ. ২১ জনঘ. ৩০ জন ৭. শূণ্যপুরাণ - রচনা করেছেন কে?ক. রামাই পণ্ডিতখ. বিজয় গুপ্তগ. কাজী নজরুল ইসলামঘ. লোচন দাস ৮. মধ্যযুগে কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী?ক. লোক সাহিত্যখ. ডাক ও খনার বচনগ. পুঁথি সাহিত্যঘ. ব্রতকথা ৯. মধ্যযুগের প্রথম কবি কে?ক. কাহ্নপাখ. বড়ু চণ্ডীদাসগ. বিদ্যাপতিঘ. মালাধর বসু ১০. মঙ্গল কাব্যে কোন দেবতার প্রাধান্য বেশি?ক. মনসা ও চণ্ডীখ. মনসা ও শিবগ. বিষ্ণু ও শিবঘ. শিব ও চণ্ডী ১১. কবি কঙ্কন - কার উপাধী?ক. কাশীরাম দাসখ. মালাধর বসুগ. মুকুন্দরাম চক্রবর্তীঘ. ভারত চন্দ্র ১২. অন্নদামঙ্গল - কাব্য কোন যুগের কাব্য?ক. মধ্যযুগখ. প্রাচীনযুগগ. আধুনিক যুগঘ. অন্ধকার যুগ ১৩. ‘অহিংসা পরম ধর্ম’ - কোন ধর্মের মূলমন্ত্র?ক. বৌদ্ধখ. হিন্দুগ. বৈষ্ণবঘ. মুসলমান ১৪. রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কী?ক. পদ্মাবতীখ. চন্দ্রাবতীগ. কামিনী রায়ঘ. চন্দ্রকলাবতী ১৫. বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলাম কবি কে?ক. শাহ মুহাম্মদ সগীরখ. দৌলত কাজীগ. সৈয়দ হামজাঘ. আলাওল ১৬. ‘হপ্ত পয়কার’ - কার রচনা?ক. আলাওলখ. জৈনুদ্দিনগ. আবদুল হাকিমঘ. অমিয় দেব ১৭. ‘ব্রজবুলি’ - ভাষার স্রষ্টা কে?ক. চণ্ডীদাসখ. বিদ্যাপতিগ. জ্ঞানদাসঘ. গোবিন্দদাস ১৮. মর্সিয়া - কী?ক. আনন্দগীতিখ. শোকগীতিগ. পল্লীগীতিঘ. চমাকগীতি ১৯. টপ্পা - কী?ক. এক ধরনের গানখ. এক ধরনের নাচগ. এক ধরনের খেলাঘ. এক ধরনের বাদ্য ২০. লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি?ক. ছড়াখ. কবিতাগ. গানঘ. গল্প ২১. রসূলবিজয় - কাব্যের রচয়িতা কে?ক. আবদুল হাকিমখ. শেখ চাঁদগ. মীর মোহাম্মদ শফীঘ. জৈনুদ্দীন ২২. বত্রিশ সিংহাসন - এর রচয়িতা কে?ক. উইলিয়াম কেরিখ. গোলকনাথ শর্মাগ. রাম রাম বসুঘ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ২৩. রাজা রামমোহন রায় কোন আন্দোলনে নেতৃত্ব দেন?ক. সতীদাহ বিলোপখ. নীল বিদ্রোহগ. বিধবা বিবাহঘ. কোনটিই নয় ২৪. হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক কে?ক. রাজা রামমোহন রায়খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরগ. রবীন্দ্রনাথ ঠাকুরঘ. দেবেন্দ্রনাথ ঠ্কুর ২৫. কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কোনটি?ক. যাযাবরখ. অবধূতগ. ভানুসিংহঘ. হুতোম প্যাঁচা ২৬. ইয়ংবেঙ্গল - কীক. বাংলা ভাষা শিক্ষার্থী ইংরেজখ. ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবকগ. একটি সাহিত্যিক গোষ্ঠীঘ. একটি সাময়িক পত্রের নাম ২৭. বাংলা ভাষার প্রথম ঔপনাসিক কে?ক. প্যারীচাঁদ মিত্রখ. রবীন্দ্রনাথ ঠাকুরগ. কাজী নজরুল ইসলামঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ২৮. মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি -ক. গবেষণা গ্রন্থখ. আত্নজীবনীগ. ইতিহাস আশ্রয়ী উপন্যাসঘ. ধর্মবিষয়ক প্রবন্ধ ২৯. আনন্দ মঠ - উপন্যাসটি কার লেখা?ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর ৩০. মহাশ্মশান - মহাকাব্যের কবি কে?ক. ফররুখ আহমদখ. কাজী নজরুল ইসলামগ. কায়কোবাদঘ. মীর মশাররফ হোসেন ৩১. ধন ধান্যে পুষ্পে ভরা - এ দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?ক. কাজী নজরুল ইসলামখ. দ্বিজেন্দ্রলাল রায় (ডিএল রায়)গ. গোবিন্দ দাসঘ. রবীন্দ্রনাথ ঠাকুর ৩২. নীলদর্পণ - নাটকের নাট্যকার/রচয়িতা কে?ক. দীনবন্ধু মিত্রখ. গিরীশচন্দ্র সেনগ. মীর মশাররফ হোসেনঘ. রবীন্দ্রনাথ ঠাকুর ৩৩. বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে?ক. কায়কোবাদখ. মাইকেল মধুসূদন দত্তগ. নবীনচন্দ্র সেনঘ. রবীন্দ্রনাথ ঠাকুর ৩৪. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে?ক. ১৯১৩খ. ১৯১১গ. ১৯১৪ঘ. ১৯১২ ৩৫. ভানুসিংহ - কার ছদ্মনাম?ক. রবীন্দ্রনাথ ঠাকুরখ. শরৎচন্দ্রগ. প্রমথ চৌধুরীঘ. দেবেন্দ্রনাথ ঠাকুর ৩৬. রতন - চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের?ক. ডাকঘরখ. পোস্টমাস্টারগ. ছুটিঘ. স্ত্রীর পত্র ৩৭. আনোয়ারা - উপন্যাসটি কার রচনা?ক. প্রমথ চৌধুরীখ. বেগম রোকেয়াগ. নজিবর রহমান সাহিত্যরত্নঘ. কাজী নজরুল ইসলাম ৩৮. পদ্মরাগ - উপন্যাসটি কার রচনা?ক. কামিনী রায়খ. বেগম রোকেয়াগ. পদ্মাবতীচন্দ্রাবতী ৩৯. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত - উক্তিটি কার?ক. প্রমথ চৌধুরীখ. রবীন্দ্রনাথ ঠাকুরগ. কায়কোবাদঘ. আবদুল হাকিম ৪০. অনল প্রবাহ - কাব্যটি কার রচনা?ক. আবুল হোসেনখ. মোজাম্মেল হকগ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীঘ. কায়কোবাদ ৪১. শরৎচন্দ্রের ‘গৃহদাহ’ - উপন্যাসের প্রধান দুটি চরিত্র -ক. সুরেশ ও অচলাখ. মধুসূদন ও কুমুদিনীগ. গোবিন্দলাল ও রোহিনীঘ. নগেন ও কুন্দন ৪২. ছন্দের যাদুকর - কে?ক. কবি জসীমউদ্দীনখ. সত্যেন্দ্রনাথ দত্তগ. কামিনী রায়ঘ. কায়কোবাদ ৪৩. বাংলাদেশের জাতীয় কবির নাম -ক. আল মাহমুদখ. কাজী নজরুল ইসলামগ. শামসুর রাহমানঘ. রবীন্দ্রনাথ ঠাকুর ৪৪. কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ - কাব্যের কবিতার সংখ্যা কতটি?ক. ১২টিখ. ১৩টিগ. ১৪টিঘ. ১৫টি ৪৫. ‘সারেং বৌ’ - উপন্যাসটির রচয়িতা কে?ক. আহসান হাবীবখ. আনিস চৌধুরীগ. শহীদুল্লা কায়সারঘ. কাজী নজরুল ইসলাম ৪৬. অপু - কোন উপন্যাসের চরিত্র?ক. দিবারাত্রির কাব্যখ. বোবা কাহিনীগ. পথের পাঁচালীনৌকাডুবি ৪৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের উপজীব্য কী?ক. জেলে জীবনের বিচিত্র সুখ-দু:খখ. বর্তমান সমাজ ব্যবস্থাগ. প্রাচীন সমাজ জীবনঘ. চাষীদের জীবন ব্যবস্থা ৪৮. জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ - উপন্যাসটির বিষয় কী?ক. ৭১-এর মুক্তিযুদ্ধখ. ৫২-এর ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনগ. ব্রিটিশ বিরোধী আন্দোলনঘ.কোনটিই নয় ৪৯. রূপসী বাংলার কবি কে?ক. জীবনানন্দ দাশখ. জসীমউদ্দীনগ. কাজী নজরুলঘ. কায়কোবাদ ৫০. মুনীর চৌধুরী রচিত ‘কবর’ একটি -ক. উপন্যাসখ. নাটকগ. কাব্যঘ. ছোটগল্প Time is Up! Add a Comment Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment Notify me of new posts by email.