The Number: Its Classification and Conversion Rules

যে কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সংখ্যা বা পরিমাণ নির্দেশ করতে শব্দের (word) যে রূপ ব্যবহার করা হয় তাকে Number বা বচন বলা হয়। যথা: Boy – Boys, Book – Books, Cow – Cows ইত্যাদি।

Number মূলতঃ দুই প্রকার। যথা:

1. Singular Number বা একবচন: শব্দের (word) যে রূপ ব্যবহার করে কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণীর মাত্র একটিকে বুঝায়; এবং
2. Plural Number বা বহুবচন: শব্দের (word) যে রূপ ব্যবহার করে কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণীর একাধিককে বুঝায়।

Singular – Plural Word গঠনের কতিপয় নিয়ম

A. ইংরেজি ভাষায় কিছু singular শব্দের (word) শেষে সাধারণত s বসিয়ে plural করা হয়। যথা:

SingularPlural
ChairChairs
EyeEyes
PenPens ইত্যাদি।

 
B. Singular শব্দের (word) শেষে s, ss, sh, x, z এবং ch থাকলে (ch উচ্চারণ চ হলে), শব্দের (word) শেষে es বসিয়ে plural করা হয়। যথা:

SingularPlural
AssAsses
BoxBoxes
BenchBenches
BushBushes ইত্যাদি।

C. Singular শব্দের (word) শেষের ch থাকলে (ch উচ্চারণ হলে), শব্দের (word) শেষে s বসিয়ে plural করা হয়। যথা:

SingularPlural
MonarchMonarchs
StomachStomachs ইত্যাদি।

D. Singular শব্দের (word) শেষে vowel (a, e, i, o ও u) ব্যতিত consonant + y থাকলে, y এর স্থলে ies বসিয়ে plural-রূপের word গঠন করা হয়। যথা:

SingularPlural
BodyBodies
CityCities
EnemyEnemies ইত্যাদি।

E. Singular শব্দের (word) শেষে vowel (a, e, i, o ও u) + y থাকলে, শব্দের (word) শেষে s বসিয়ে plural-রূপের word গঠন করা হয়। যথা:

SingularPlural
DayDays
ValleyValleys ইত্যাদি।

F. Singular শব্দের (word) শেষে f বা fe থাকলে, f বা fe এর স্থলে ves বসিয়ে plural-রূপের word গঠন করা হয়। যথা:

SingularPlural
CalfCalves
LoafLoaves
WifeWives ইত্যাদি।

এ নিয়মের ব্যতিক্রম কিছু শব্দ: Cliff – Cliffs, Gulf – Gulfs, Proof – Proofs ইত্যাদি।

G. Singular শব্দের (word) শেষের um ও on এর স্থলে a বসিয়ে plural-রূপের word গঠন করা হয়। যথা:

SingularPlural
AgendumAgenda
DatumData
ErratumErrata
MediumMedia
MemorandumMemoranda
ReferendumReferenda
CriterionCriteria
PhenomenonPhenomena ইত্যাদি।

H. Singular শব্দের (word) শেষের is এর স্থলে es বসিয়ে plural-রূপের word গঠন করা হয়। যথা:

SingularPlural
AnalysisAnalyses
AxisAxes
BasisBases
CrisisCrises
HypothesisHypotheses
OasisOases
ParenthesisParentheses
ThesisTheses

I. Singular শব্দের (word) শেষের us এর স্থলে i বসিয়ে plural-রূপের word গঠন করা হয়। যথা:

SingularPlural
AlumnusAlumni
FocusFoci
HippopotamusHippopotami
RadiusRadii
SyllabusSyllabi, Syllabuses
TerminusTermini

J. ইংরেজি ভাষায় কিছু noun word এর শুধু singular রূপ ব্যবহৃত হয়। এদের কোন plural রূপ নেই। যথা:

BreadInformation
ExpenditureMachinery
FurniturePoetry
IssueScenery ইত্যাদি।

K. ইংরেজি ভাষায় কিছু noun word দেখতে singular হলেও আসলে সেগুলো plural রূপ। যথা:

AristocracyMajority
ArtilleryPeasantry
CattlePeople
ClergyPoultry
GentryPublic
NobilityTenantry ইত্যাদি।

L. ইংরেজি ভাষায় কিছু noun word দেখতে plural হলেও আসলে সেগুলো singular রূপ। যথা:

AthleticsNews
EconomicsOptics
EthicsPhysics
GallowsPolitics
InningsWages ইত্যাদি।
Mathematics

M. ইংরেজি ভাষায় কিছু noun word এর singular এবং plural রূপ একই হয়। যথা:

ApparatusGross
CanonPice
CorpsSpices
DeerSwine ইত্যাদি।

N. ইংরেজি ভাষায় কিছু singular বিশিষ্ট শব্দের (word) ভিন্নার্থক দুটি plural হয়। যথা:

SingularPlural
Brother (ভাই)Brothers (সহোদর ভাইগণ)
Brethren (ভ্রাতৃস্থানীয় ব্যক্তিবর্গ)
Beef (গরুর মাংশ)Beefs (নানা প্রকারের গরুর মাংশ)
Beeves (ষাড়গুলো)
Cloth (কাপড়)Cloths (নানা রকমের কাপড়)
Clothes (পোষাক)
Fish (মাছ)Fishes (বিভিন্ন মাছ)
Fish (একত্রে কিছু মাছ)
Index (সূচিপত্র)Indexes (সূচিপত্রসমূহ)
Indices (বীজগণিতের চিহ্নসমূহ)
Sail (পাল)Sails (পালসমূহ)
Sail (জাহাজের সংখ্যা)

ইংরেজি ভাষায় ব্যবহৃত আরো কিছু  Singular – Plural Word

SingularPlural
BureauBureaus
BanditBandits, Banditti
GenusGenera
CherubCherubim, Cherubium
FormulaFormulae, Formulas
Forget-me-notForget-me-nots
GooseGeese
OxOxen
SeraphSeraphim
VertexVertices

 


ইংরেজি ভাষায় বচন: এর শ্রেণিবিন্যাস এবং রূপান্তর বিধি


Add a Comment

Your email address will not be published. Required fields are marked *