The Number: Its Classification and Conversion Rules
যে কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সংখ্যা বা পরিমাণ নির্দেশ করতে শব্দের (word) যে রূপ ব্যবহার করা হয় তাকে Number বা বচন বলা হয়। যথা: Boy – Boys, Book – Books, Cow – Cows ইত্যাদি।
Number মূলতঃ দুই প্রকার। যথা:
1. Singular Number বা একবচন: শব্দের (word) যে রূপ ব্যবহার করে কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণীর মাত্র একটিকে বুঝায়; এবং
2. Plural Number বা বহুবচন: শব্দের (word) যে রূপ ব্যবহার করে কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণীর একাধিককে বুঝায়।
Singular – Plural Word গঠনের কতিপয় নিয়ম
A. ইংরেজি ভাষায় কিছু singular শব্দের (word) শেষে সাধারণত s বসিয়ে plural করা হয়। যথা:
Singular | Plural |
Chair | Chairs |
Eye | Eyes |
Pen | Pens ইত্যাদি। |
B. Singular শব্দের (word) শেষে s, ss, sh, x, z এবং ch থাকলে (ch উচ্চারণ চ হলে), শব্দের (word) শেষে es বসিয়ে plural করা হয়। যথা:
Singular | Plural |
Ass | Asses |
Box | Boxes |
Bench | Benches |
Bush | Bushes ইত্যাদি। |
C. Singular শব্দের (word) শেষের ch থাকলে (ch উচ্চারণ ক হলে), শব্দের (word) শেষে s বসিয়ে plural করা হয়। যথা:
Singular | Plural |
Monarch | Monarchs |
Stomach | Stomachs ইত্যাদি। |
D. Singular শব্দের (word) শেষে vowel (a, e, i, o ও u) ব্যতিত consonant + y থাকলে, y এর স্থলে ies বসিয়ে plural-রূপের word গঠন করা হয়। যথা:
Singular | Plural |
Body | Bodies |
City | Cities |
Enemy | Enemies ইত্যাদি। |
E. Singular শব্দের (word) শেষে vowel (a, e, i, o ও u) + y থাকলে, শব্দের (word) শেষে s বসিয়ে plural-রূপের word গঠন করা হয়। যথা:
Singular | Plural |
Day | Days |
Valley | Valleys ইত্যাদি। |
F. Singular শব্দের (word) শেষে f বা fe থাকলে, f বা fe এর স্থলে ves বসিয়ে plural-রূপের word গঠন করা হয়। যথা:
Singular | Plural |
Calf | Calves |
Loaf | Loaves |
Wife | Wives ইত্যাদি। |
এ নিয়মের ব্যতিক্রম কিছু শব্দ: Cliff – Cliffs, Gulf – Gulfs, Proof – Proofs ইত্যাদি।
G. Singular শব্দের (word) শেষের um ও on এর স্থলে a বসিয়ে plural-রূপের word গঠন করা হয়। যথা:
Singular | Plural |
Agendum | Agenda |
Datum | Data |
Erratum | Errata |
Medium | Media |
Memorandum | Memoranda |
Referendum | Referenda |
Criterion | Criteria |
Phenomenon | Phenomena ইত্যাদি। |
H. Singular শব্দের (word) শেষের is এর স্থলে es বসিয়ে plural-রূপের word গঠন করা হয়। যথা:
Singular | Plural |
Analysis | Analyses |
Axis | Axes |
Basis | Bases |
Crisis | Crises |
Hypothesis | Hypotheses |
Oasis | Oases |
Parenthesis | Parentheses |
Thesis | Theses |
I. Singular শব্দের (word) শেষের us এর স্থলে i বসিয়ে plural-রূপের word গঠন করা হয়। যথা:
Singular | Plural |
Alumnus | Alumni |
Focus | Foci |
Hippopotamus | Hippopotami |
Radius | Radii |
Syllabus | Syllabi, Syllabuses |
Terminus | Termini |
J. ইংরেজি ভাষায় কিছু noun word এর শুধু singular রূপ ব্যবহৃত হয়। এদের কোন plural রূপ নেই। যথা:
Bread | Information |
Expenditure | Machinery |
Furniture | Poetry |
Issue | Scenery ইত্যাদি। |
K. ইংরেজি ভাষায় কিছু noun word দেখতে singular হলেও আসলে সেগুলো plural রূপ। যথা:
Aristocracy | Majority |
Artillery | Peasantry |
Cattle | People |
Clergy | Poultry |
Gentry | Public |
Nobility | Tenantry ইত্যাদি। |
L. ইংরেজি ভাষায় কিছু noun word দেখতে plural হলেও আসলে সেগুলো singular রূপ। যথা:
Athletics | News |
Economics | Optics |
Ethics | Physics |
Gallows | Politics |
Innings | Wages ইত্যাদি। |
Mathematics |
M. ইংরেজি ভাষায় কিছু noun word এর singular এবং plural রূপ একই হয়। যথা:
Apparatus | Gross |
Canon | Pice |
Corps | Spices |
Deer | Swine ইত্যাদি। |
N. ইংরেজি ভাষায় কিছু singular বিশিষ্ট শব্দের (word) ভিন্নার্থক দুটি plural হয়। যথা:
Singular | Plural |
Brother (ভাই) | Brothers (সহোদর ভাইগণ) |
Brethren (ভ্রাতৃস্থানীয় ব্যক্তিবর্গ) | |
Beef (গরুর মাংশ) | Beefs (নানা প্রকারের গরুর মাংশ) |
Beeves (ষাড়গুলো) | |
Cloth (কাপড়) | Cloths (নানা রকমের কাপড়) |
Clothes (পোষাক) | |
Fish (মাছ) | Fishes (বিভিন্ন মাছ) |
Fish (একত্রে কিছু মাছ) | |
Index (সূচিপত্র) | Indexes (সূচিপত্রসমূহ) |
Indices (বীজগণিতের চিহ্নসমূহ) | |
Sail (পাল) | Sails (পালসমূহ) |
Sail (জাহাজের সংখ্যা) |
ইংরেজি ভাষায় ব্যবহৃত আরো কিছু Singular – Plural Word
Singular | Plural |
Bureau | Bureaus |
Bandit | Bandits, Banditti |
Genus | Genera |
Cherub | Cherubim, Cherubium |
Formula | Formulae, Formulas |
Forget-me-not | Forget-me-nots |
Goose | Geese |
Ox | Oxen |
Seraph | Seraphim |
Vertex | Vertices |
ইংরেজি ভাষায় বচন: এর শ্রেণিবিন্যাস এবং রূপান্তর বিধি