Topographic maps: যেভাবে ঘরে বসে Google Earth থেকে Download করা যায়


US Army Map Service ১৯৪১ – ১৯৬৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সমগ্র পৃথিবী জুড়ে জরিপ কাজ পরিচালনা করেন। এ জরিপের উপর ভিত্তি করে জিওডেটিক (geodetic) ও ভূ-সংস্থানিক মানচিত্র (topographic maps) প্রকাশ করে। এ মানচিত্রগুলো বর্তমানে ভূমি ব্যবহার জরিপ, ভূ-সংস্থানিক জরিপ, পুরাকীর্তি জরিপ প্রভৃতি বিভিন্ন গবেষনামূলক কাজে গবেষকগণ ব্যবহার করে থাকেন। এ মানচিত্রগুলো বিভিন্ন জন বিভিন্ন ভাবে সংগ্রহ করে থাকেন। আজ এখানে আমরা দেখব, ঘরে বসে যেভাবে খুব সহজে ভাল মানের (high resolution) ভূ-সংস্থানিক মানচিত্র (topographic maps) সংগ্রহ করা যায়। প্রথমে আমরা কম্পিউটারের Internet সংযোগটি চালু করে নিব, Web Browser(Mozilla Firefox বা Opera) এবং Google Earth টি কম্পিউটারে install করে নিব। এরপর আমরা নিচের কাজগুলো ধারাবাহিকভাবে করব এবং চাহিদামত যেকোন দেশের topographic map এর ‍sheet গুলো পেয়ে যাব।

Step-1: আমরা Web Browser (Mozilla Firefox বা Opera) থেকে Google চালু করি। এবার US Army map .kmz লিখি এবং ‍Google Search এ Click করি।

Step-2: [KML]US Army maps v 15.kmz – Desert-Info.ch অথবা [KML]to U.S. Army Map Service Topographic Maps in Google Earth লেখা খুঁজে বের করি এবং এদের যেকোন একটিতে Click করি। Click এর পরে আপনা আপনি US Army maps. kmz, download হয়ে যাবে।

Step-3: Web Browser (Mozilla Firefox বা Opera)এর Downloads থেকে [KML]US Army maps v 15.kmz – Desert-Info.ch অথবা [KML]to U.S. Army Map Service Topographic Maps in Google Earth লেখা যেকোন একটির উপর Double Click করি।

অথবা Google Earth এর File menu থেকে open এ গিয়ে [KML]US Army maps v 15.kmz – Desert-Info.ch অথবা [KML]to U.S. Army Map Service Topographic Maps in Google Earth যেকোন একটি Google Earth  এ চালু করি।


Step-4: এবার  Google Earth টি Kmz fileটিসহ চালু হবে। এবার আমরা আমাদের নির্দিষ্ট দেশটি খুঁজে বের করি। য়খন আমরা আমাদের দেশটি খুঁজে পাব, তখন দেশটির মানচিত্রের উপর নম্বরসহ placemark(1,2,3……) দেখব। এবার placemark এ Click করলে Topographic Maps এর ‍sheet নম্বরসহ স্থানের নাম দেখাবে।

‍Step-5: এবার Map লেখায় Click করলে প্রত্যাশিত Topographic Map টি open হবে। এখন Map টি Download বা ‍save করি।

অথবা Copy Link এ Click করে এবং Web Browser (Mozilla Firefox বা Opera) গিয়ে paste করে  প্রত্যাশিত Map টি  Download বা ‍save করি। অবশেষে প্রত্যাশিত Topographic Map টি open হল।

না বুঝলে, আরো জানতে নিচের Video লিংকে Click করুন। [মো. শাহীন আলম]



How to download Topographic maps from Google Earth



Add a Comment

Your email address will not be published. Required fields are marked *