Vocabulary: Over দিয়ে ১৫টি শব্দ

আমরা অনেকেই জানি, ইংরেজি ভাষায় সাবলীলভাবে (fluently) কথা বলার জন্য ইংরেজি শব্দভাণ্ডারের (vocabulary) দখল থাকা প্রয়োজন। ইংরেজি শব্দভাণ্ডারের দখল অর্জনের জন্য নিম্নে Over দিয়ে কিছু শব্দ (word) তৈরি (make) করা হলো:

  1. Overflow (ওভারফ্লো) – উপচে পড়া;
  2. Overload (ওভারলোড) – অতিরিক্ত বোঝাই করা;
  3. Overdo (ওভারডু) – সীমা অতিক্রম করা;
  4. Overcome (ওভারকাম) – জয় করা;
  5. Overlook (ওভারলুক) – উপেক্ষা করা;
  6. Overdose (ওভারডোস) – অপরিমিত মাত্রা;
  7. Overall (ওভারঅল) – সামগ্রীক ভাবে;
  8. Overtake (ওভারটেক) – ছাড়িয়ে যাওয়া;
  9. Overhear (ওভারহেয়ার) – আড়ি পেতে শোনা;
  10. Overdraft (ওভারড্রাফ্ট) – জমাতিরিক্ত উত্তোলন;
  11. Overburden (ওভার বারডেন) – অত্যাধিক বোঝাই;
  12. Over population (ওভার পপুলেশন) – অতিরিক্ত জনসংখ্যা;
  13. Overcharge (ওভার চার্জ) – অতিরিক্ত দাম চাওয়া;
  14. Over eat (ওভার ইট) – অতিভোজন করা বা অতিরিক্ত খাওয়া; এবং
  15. Overhead (ওভারহেড) – মাথার উপরে। [ইশরাত জাহান মিম]

Over দিয়ে ১৫টি Vocabulary


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply