ইতালীয় জ্যোতির্বিদ, পদার্থবিদ এবং দার্শনিক: গ্যালিলিও গ্যালিলেই

গ্যালিলিও গ্যালিলেই [Galileo Galilei] ছিলেন একজন ইতালীয় জ্যোতির্বিদ, গণিতবিদ, পদার্থবিদ এবং দার্শনিক। গ্যালিলিও ১৫৬৪ সালের ১৫ ফেব্রুয়ারি ইতালির পিসা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি সাধারণ শিক্ষা শেষ করে পিসা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। ১৫৮৯ সালে গ্যালিলিও পিসা বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয়ে অধ্যাপনা শুরু করেন। গ্যালিলিও গ্যালিলেইকে একাধারে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক, আধুনিক পদার্থবিজ্ঞানের জনক এবং আধুনিক বিজ্ঞানের জনক হিসেবে আখ্যায়িত করা হয়।
গ্যালিলিও গ্যালিলেই তাঁর কর্মময় জীবনে বিজ্ঞানের জগতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও বস্তু আবিষ্কার করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল – গ্যালিলিও-এর দোলকের সূত্র আবিষ্কার। তিনি দূরবীক্ষণ যন্ত্র (telescope) আবিষ্কার করেন এবং এ যন্ত্রটিকে জ্যোতির্বিদ্যায় সফলভাবে প্রয়োগ করতে সক্ষম হন। এছাড়া তিনি বৃহস্পতি গ্রহের উপগ্রহ আবিষ্কার করেন। গ্যালিলিও প্রমাণ করেন যে, সকল বস্তুই সমত্বরণে ভূপৃষ্ঠে এসে পতিত হয়। আলাের গতি অসীম, এ বিষয়ে তিনি সন্দেহ পোষণ করেন। তিনি গতির সূত্রগুলাে আবিষ্কার করেন, তবে তিনি এ সূত্রগুলোর গাণিতিক সংজ্ঞা দিতে পারেননি। তিনি ধারণা প্রদান করেন যে, সৌরজগতের সব গ্রহ সূর্যের চারিদিকে আবর্তন করে। তার প্রদত্ত এ ধারণাটি গীর্জা প্রশাসনের বিরুদ্ধে যায়। ফলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হয়। গ্যালিলিও ১৬৪২ সালের ৮ জানুয়ারি ইতালির আরসেত্রীতে মৃত্যুবরণ করেন। [সংকলিত]
image source: Galileo Galilei
গ্যালিলিও গ্যালিলেই-এর সংক্ষিপ্ত জীবনী
Follow Us on Our YouTube channel: GEONATCUL