জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখার পরিভাষা | ইংরেজি-বাংলা
জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখার পরিভাষা:
সৃষ্টির সূচনা থেকে মানুষের পরিশ্রম ও জ্ঞানের চর্চা চলে আসছে। আর এরই ধারাবাহিকতায় জ্ঞানের একাধিক শাখার জন্ম হয়েছে। নিম্নে জ্ঞানবিজ্ঞানের এরূপ গুরুত্বপূর্ণ শাখাসমূহের পরিভাষা তুলে ধরা হল।
1. Metallurgy- ধাতুবিদ্যা / ধাতুবিজ্ঞান।
2. Meteorology- আবহবিদ্যা / আবহাওয়া বিজ্ঞান।
3. Mineralogy- খনিজবিদ্যা / খনিবিজ্ঞান।
4. Radiology- রশ্মি বিষয়ক বিদ্যা / তেজস্ক্রিয়তা সংক্রান্ত বিজ্ঞান।
5. Psychology- মনোবিদ্যা / মনোবিজ্ঞান।
6. Sociology- সমাজবিদ্যা / সমাজবিজ্ঞান।
7. Ornithology- পক্ষিবিদ্যা / পাখি বিজ্ঞান।
8. Astronomy- জ্যোতি:শাস্ত্র / জ্যোতির্বিজ্ঞান।
9. Optics- আলোকবিদ্যা / আলোক বিজ্ঞান / দৃষ্টিবিজ্ঞান।
10. Archaeology- প্রত্নতত্ত্ব / প্রত্নবিদ্যা / পুরাতত্ত্ব।
11. Anatomy- দেহতত্ত্ব / অঙ্গসংস্থান বিদ্যা / শরীর-বিদ্যা।
12. Ethnology- মানবজাতিবিদ্যা / জাতিতত্ত্ব।
13. Anthropology- নৃতত্ত্ব / নৃবিদ্যা / নরবিজ্ঞান।
14. Astrology- জ্যোতিষ / জ্যোতিষশাস্ত্র / নক্ষত্র দেখে ভবিষ্যদ্বাণী করার বিদ্যা।
15. Aeronautics- বিমানচালনাবিদ্যা।
16. Apiculture- মৌমাছি পালন বিদ্যা।
17. Aviculture- পাখি পালন বিদ্যা।
18. Entomology- কীট-পতঙ্গ সম্পর্কিত বিদ্যা / পতঙ্গ বিজ্ঞান ।
19. Ecology- বাস্তুসংস্থান / পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিদ্যা।
20. Evolution- বিবর্তনবিদ্যা / প্রাণী জগতের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্বন্ধীয় বিদ্যা।
21. Chemistry- রসায়ন / রসায়নবিদ্যা।
22. Genetics- প্রজননশাস্ত্র / বংশগতিবিদ্যা / প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যা।
23. Geodesy- ভূগণিত / পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কিত বিদ্যা।
24. Geology- ভূতত্ত্ব / ভূ-তত্ত্ববিদ্যা।
25. Zoology- প্রাণীবিদ্যা / প্রাণী বিজ্ঞান।
26. Geophysics- ভূপ্রকৃতিবিদ্যা / ভূপদার্থবিদ্যা / ভূ- প্রকৃতি ও ভূ-পৃষ্ঠের পরিবর্তন সম্পর্কীয় বিদ্যা।
27. Toxicology- বিষবিদ্যা / বিষ সম্পর্কিত বিদ্যা।
28. Physiology- দেহতত্ত্ব / প্রাণী ও উদ্ভিদের অঙ্গ-সংগঠন সম্পর্কিত বিদ্যা।
29.Physics- পদার্থবিদ্যা।
30. Bacteriology- ব্যাকটেরিয়া সম্পর্কিত বিজ্ঞান / রোগজীবাণুতত্ত্ব / জীবাণু সম্পর্কিত বিদ্যা।
31. Biochemistry- প্রাণরসায়ন / জৈবরসায়ন বিদ্যা।
32. Biology- জীববিদ্যা / জীবতত্ত্ব।
33. Botany- উদ্ভিদবিদ্যা / উদ্ভিদতত্ত্ব / উদ্ভিদ বিজ্ঞান ।
34. Virology- ভাইরাস বিষয়ক বিদ্যা।
35. Engineering- প্রকৌশল / যন্ত্রবিদ্যা।
36. Pisciculture- মৎস্যচাষ সম্পর্কীয় বিদ্যা। [সংকলিত]
Follow Us on Our YouTube channel: GEONATCUL