উদ্ভিজ্জ | Vegetation
August 18, 2024
উদ্ভিজ্জ [Vegetation] বলতে কোনো অঞ্চলে স্বাভাবিক প্রক্রিয়ায় গড়ে উঠা উদ্ভিদকূলের আচ্ছাদনকে বুঝায়। অর্থাৎ জলবায়ু ও মাটির বৈশিষ্ট্য অনুসারে একটি স্বাভাবিক প্রক্রিয়ায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে স্বতন্ত্র বৈশিষ্ট্যের নানা উদ্ভিদকূল জন্মাতে ও বংশবিস্তার করে। উদ্ভিদকূলের এরূপ জন্ম ও বংশবিস্তারের ক্ষেত্রে জলবায়ু ও মাটির বৈশিষ্ট্য মূখ্য ভূমিকা পালন করে। জলবায়ুর সাথে উদ্ভিদকূলের জন্ম ও বংশবিস্তারের এতো নিবিড় সম্পর্ক থাকে যে, উদ্ভিদের আঞ্চলিক সীমাকে কখনও কখনও জলবায়ু অঞ্চলের সীমা হিসেবেও দেখানো হয়। যেমন: মরু জলবায়ু ও মরু উদ্ভিজ্জের আঞ্চলিক সীমানা একই। [মো: শাহীন আলম]
Follow Us on Our YouTube channel: GEONATCUL