নামপদের সংজ্ঞা ও প্রকারভেদ

আমরা অনেকেই জানি, বাংলা ব্যাকরণ অনুসারে বাংলা ভাষার যে কোন বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে এক একটি পদ বলা হয়। আবার, বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্তি শব্দ ও ধাতুকে পদ বলে। পদ প্রধানত দুই প্রকার। যেমন- (১) নামপদ ও (২) ক্রিয়াপদ।

নামপদ: ব্যাকরণ অনুসারে নামপদ বলতে বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদ ব্যতীত যে কোন পদকে বুঝায়। উদাহরণস্বরূপ: আমি, তুমি এবং রুবেল আগামীকাল চট্টগ্রাম যাবো। এ বাক্যটিতে ব্যবহৃত- ”আমি, তুমি, রুবেল, আগামীকাল, চট্টগ্রাম ” হল নামপদ। “যাবো” হল ক্রিয়াপদ।

নামপদের প্রকারভেদ: উপরের সংজ্ঞা অনুসারে নামপদ ৪ প্রকার। যেমন- (১) বিশেষ্য, (২) বিশেষণ, (৩) সর্বনাম ও (৪) অব্যয়। [সংকলিত]


নামপদ বলতে কি বুঝায়?


Add a Comment

Your email address will not be published. Required fields are marked *