ভূআলোড়ন ও ভূমিকম্প

ভূআলোড়ন [Earth Movement]: পৃথিবীর অভ্যন্তরের তাপীয় পরিচলন শক্তির প্রভাবে ভূমির কোনো কোনো স্থানে যে আলোড়নের (movement) সৃষ্টি হয় থাকে ভূআলোড়ন বলা হয়। পৃথিবীর ভূত্বক কঠিন হলেও শুরুতে কিন্তু পৃথিবী এমনটি ছিল না। প্রথমে এটি ছিল বায়বীয় অবস্থায়। পরে কালের বিবর্তনে উত্তপ্ত বায়বীয় পৃথিবী তাপ বিকিরণ করে বর্তমান অবস্থায় এসেছে। তাই এর ভূত্বক কঠিন হলেও অভ্যন্তর ভাগ এখনও পূর্বের ন্যায় উত্তপ্ত ও গলিত অবস্থায়ই রয়েছে। ভূঅভ্যন্তর ভাগ প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থায় রয়েছে, যার ফলস্বরূপ বিভিন্ন সময়ে ভূমিকম্প, ভূমিধস, অগ্ন্যুৎপাত প্রভৃতি সংগঠিত হয়।
ভূত্বকের নিচের অংশে বা অন্তঃস্তরে তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে তাপ বিচ্ছুরিত হয়ে প্রচণ্ড তাপের সৃষ্টি হয়। এ তাপ সঞ্চিত হয়ে পৃথিবীর অভ্যন্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এ পরিচলন স্রোতের ফলে প্রবল শক্তি উৎপন্ন হয়ে ভূত্বকের বিভিন্ন অংশে আলোড়ন ও পরিবর্তন সাধিত হয়। আর পৃথিবীর এ আলোড়নকে ভূআলোড়ন বলে।

তাপীয় পরিচলন প্রক্রিয়া

ভূমিকম্প (Earthquake): পৃথিবীর কঠিন ভূত্বকের কিছু অংশ কখনও কখনও স্বল্প সময়ের জন্য কেঁপে উঠে, এ ধরনের কেঁপে উঠাকে সাধারণত ভূমিকম্প বলে। যে সমস্ত অভ্যন্তরীণ ও আকস্মিক কারণে ভূপৃষ্ঠের পরিবর্তন সাধিত হয় তাদের মধ্যে ভূমিকম্প অন্যতম। ভূমিকম্পের ঝাঁকুনী মাঝে মাঝে অত্যন্ত মারাত্মক আকার ধারণ করে। গবেষণায় জানা যায়, অতীতে বিভিন্ন সময়ে সংঘটিত ভূমিকম্পের ফলে পৃথিবীর বহু শহর ও নগর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেমন- ১৭৫৫ সালে মাত্র ৬ মিনিট স্থায়ী এক ভূমিকম্পে পর্তুগালের লিসবন শহরে প্রায় ৭০ হাজার লোক মারা যায়। ১৯৩৪ সালে বিহারের ভূমিকম্প প্রায় ৮ হাজার লোক মারা যায়।

ভূমিকম্প কেন্দ্র
ভূমিকম্প

১৯৪৮ সালের এক প্রলয়ংকরী ভূমিকম্পে সোভিয়েত রাশিয়ার আসখাবাদ শহরটি সম্পূর্ণ রূপে বিধ্বস্ত হয়। অতীতে এ ধরনের প্রলয়ংকরী অনেক ভূমিকম্প সংঘটিত হয়েছে। ভূত্বকের অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র (centre of focus) বলে। কেন্দ্রের ঠিক উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে উপকেন্দ্র (epicentre) বলে। এ অংশটি কেন্দ্রের সবচেয়ে কাছে হওয়ায় এখানে কম্পনের বেগ সবচেয়ে বেশি। ভূমিকম্পের কেন্দ্র সাধারণত ভূপৃষ্ঠ হতে প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত হয়ে থাকে। [ইশরাত জাহান মিম]


সহায়িকা: মজুমদার, তাপস কুমার, ভূগোল, লেকচার পাবলিকেশন্স লি., বাংলাবাজার, ঢাকা, পৃষ্ঠা ৮৭।


ভূমিকম্প কাকে বলে?
ভূআলোড়ন কাকে বলে?
What is called Earthquake?
What is called Earth Movement?


Add a Comment

Your email address will not be published. Required fields are marked *