মৌলিক সংখ্যা ও মৌলিক সংখ্যা চেনার উপায়
যে সংখ্যা ১ এবং সে সংখ্যা ছাড়া অপর কোন সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য নয় সে সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন- ২, ৩, ৫, ৭, ১১, ১৩ প্রভৃতি।
মৌলিক সংখ্যা চেনার উপায়: উদাহরণস্বরূপ ২, ৩, ৪, ৫, ৬………. স্বাভাবিক সংখ্যা নেয়া হল। মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুযায়ী নিম্নরূপে করে দেখানো হল-
২÷১= ২, ২÷২= ১; তবে, ২÷৩= ০.৬৬৬৬৬………. (নিঃশেষে বিভাজ্য নয়)
৩÷১= ৩, ৩÷৩= ১; তবে, ৩÷২= ১.৫ (নিঃশেষে বিভাজ্য নয়)
৪÷১= ৪, ৪÷৪= ১; তবে, ৪÷২= ২ (নিঃশেষে বিভাজ্য)
৫÷১= ৫, ৫÷৫= ১; তবে, ৫÷৩= ১.৬৬৬৬৬………. (নিঃশেষে বিভাজ্য নয়)
৬÷১= ৬, ৬÷৬=১; তবে, ৬÷৩= ২ (নিঃশেষে বিভাজ্য)
অর্থাৎ ২, ৩ ও ৫ হল মৌলিক সংখ্যা। এভাবে মৌলিক সংখ্যা বের করা যায়।
আবার মৌলিক সংখ্যার কোন প্রকৃত উৎপাদক নেই। শুধু ২ ছাড়া অন্য কোন জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হবে না। দুই বা ততোধিক অংকবিশিষ্ট সংখ্যার শেষে ৫ থাকলে সেগুলো মৌলিক সংখ্যা হবে না। কারণ এগুলো ৫ দিয়ে বিভাজ্য। যেমন- ২৫, ৫৫, ১০৫ প্রভৃতি।
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা: ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার পরিমাণ নিচে তালিকা আকারে তুলে ধরা হল:
সংখার সীমা | মৌলিক সংখ্যা | মৌলিক সংখ্যার পরিমাণ |
১ থেকে ১০ | ২, ৩, ৫, ৭ | ৪ টি |
১১ থেকে ২০ | ১১, ১৩, ১৭, ১৯ | ৪ টি |
২১ থেকে ৩০ | ২৩, ২৯ | ২ টি |
৩১ থেকে ৪০ | ৩১, ৩৭ | ২ টি |
৪১ থেকে ৫০ | ৪১, ৪৩, ৪৭ | ৩ টি |
৫১ থেকে ৬০ | ৫৩, ৫৯ | ২ টি |
৬১ থেকে ৭০ | ৬১, ৬৭ | ২ টি |
৭১ থেকে ৮০ | ৭১, ৭৩, ৭৯ | ৩ টি |
৮১ থেকে ৯০ | ৮৩, ৮৯ | ২ টি |
৯১ থেকে ১০০ | ৯৭ | ১ টি |
১ থেকে ১০০ পর্যন্ত সর্বমোট মৌলিক সংখ্যা | ২৫ টি |