হ্যালফোর্ড জন ম্যাকিনডার | Halford J. Mackinder (1861-1947)
হ্যালফোর্ড জন ম্যাকিনডার একজন ব্রিটিশ নাগরিক এবং বিখ্যাত ভূগোলবিদ ছিলেন। তিনি ১৮৬১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ এবং ১৯৪৭ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড সায়েন্স [London School of Economics and Science] এর নির্দেশক ছিলেন। ম্যাকিনডার মূলত ডারউইনের স্বাভাবিক নির্বাচনের ধারণা দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। তিনি পরিবেশগত নিয়ন্ত্রণবাদের মূখ্য প্রচারকও ছিলেন। ১৯০২ খ্রিস্টাব্দে তাঁর রচিত ‘ব্রিটেন অ্যান্ড দ্যা ব্রিটিশ সীজ’ গ্রন্থটি প্রকাশিত হয়। তাঁর বিখ্যাত একটি উক্তি হল: ‘no rational (human) geography can exist which is not built upon and subsequent to physical geography.’। তিনি ১৯০৪ খ্রিস্টাব্দে তাঁর বিখ্যাত প্রবন্ধ ’The Geographical Pivot of History’ এর মাধ্যমে হৃদভূমি বা হার্টল্যান্ড তত্ত্ব [Heartland Theory] প্রবর্তন করেন। এ তত্ত্বে বলা হয় যে, রাশিয়া, মধ্য এশিয়া এবং পূর্ব ইউরোপ নিয়ে হার্টল্যান্ড [Heartland] গঠিত। আর এ হার্টল্যান্ড হল পৃথিবীর পিভোট এলাকা [Pivot Area]। এ এলাকা যাদের নিয়ন্ত্রণে থাকবে, তারাই সমগ্র পৃথিবীর ভূ-রাজনীতি নিয়ন্ত্রণ করবে। এ তত্ত্বটিতে ম্যাকিনডার ভবিষ্যদ্বাণী করেন যে, অধিরাষ্ট্রের [Super state] আকারে জার্মানীর উত্থান হবে। অধিক শক্তির অধিকারী হয়ে সে হৃদভূমি বা হার্টল্যান্ড নিয়ন্ত্রণ করে সেখানে থেকে সমগ্র পৃথিবীর উপর নিয়ন্ত্রণ লাভ করবে। ম্যাকিনডার উল্লেখ করেন,