অধিক দুঃখে হইও না কাতর – অধিক ধনে হইও না বিভোর

“অধিক দুঃখে হইও না কাতর – অধিক ধনে হইও না বিভোর” – আবহমান বাংলার অন্যতম আঞ্চলিক প্রবাদ (proverb)। বাংলাদেশের নোয়াখালী জেলাসহ কতিপয় জেলাতে এ প্রবাদটির উচ্চারণ হল – “অধিক দুঃখে হইও না কাতর – অধিক ধনে হইও না বিভোর”। আবার সিলেট অঞ্চলে “অধিক দুঃখে না অইও কাতর – অধিক ধনো না অইও চিতোর” বলা হয়।

তাৎপর্য: “অধিক দুঃখে হইও না কাতর – অধিক ধনে হইও না বিভোর” – এর মূল শিক্ষা হল – অতিরিক্ত কোন কিছুই ভাল নয়। অতিরিক্ত দুঃখে কিংবা দারিদ্র্য অবস্থায় যেমনি মানুষের উত্তেজিত কিংবা বিচলিত হওয়া উচিত নয়, তেমনি আর্থিক প্রাচুর্যে উৎফুল্ল বা অতিরিক্ত খুশি হওয়া অনুচিত। [মো: শাহীন আলম]


”অধিক দুঃখে হইও না কাতর…..” – আঞ্চলিক প্রবচন


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply