অবস্থা বুঝি ব্যবস্থা কর

“অবস্থা বুঝি ব্যবস্থা কর” – আবহমান বাংলার অন্যতম আঞ্চলিক প্রবাদ (proverb)। বাংলাদেশের নোয়াখালী জেলাসহ কতিপয় জেলাতে এ প্রবাদটির উচ্চারণ হল – “অবস্থা বুঝি ব্যবস্থা কর”। আবার সিলেট অঞ্চলে “অবস্থা বুজি ব্যবস্থা কর” বলা হয়।

তাৎপর্য: “অবস্থা বুঝি ব্যবস্থা কর” – এর মূল শিক্ষা হল – যে কোনো অবস্থাতে বুঝে শুনে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো বিপদের সম্ভাবনা দেখে দিলে বিচলিত হওয়া উচিত নয়, বরং বিপদ মোকাবেলা করার জন্য জেনেশুনে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ প্রবাদটির মাধ্যমে পরিবেশ-পরিস্থিতি বুঝে পথ চলার উপদেশ দেয়া হয়েছে। [মো: শাহীন আলম]


”অবস্থা বুঝি ব্যবস্থা কর” – আঞ্চলিক প্রবচন


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply