অবাধ শহর | Free City

অবাধ শহর [Free City] বলতে এমন শহরকে বুঝায়, যেখানে বিভিন্ন অঞ্চলের কিংবা দেশের লোকজন স্বাধীন বা মুক্তভাবে চলাচল করে। সাধারণত সামুদ্রিক বন্দরকে ঘিরে এ ধরনের শহর গড়ে উঠতে দেখা যায়। বিভিন্ন অঞ্চলের বা দেশের লোকজনের অবাধ চলাচলের কারণে এসব শহরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অবাধ শহরের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে হংকং বন্দর – এর নাম উল্লেখ করা যায়। 

তাছাড়া, অবাধ শহরের অপর নামটি হলো মুক্ত বন্দর। এখানে বিভিন্ন ধরনের আমদানীকৃত ও রপ্তানিকৃত পণ্যদ্রব্য উঠানামা করে, যার জন্য কোনো প্রকারের শুল্ক প্রদান করতে হয় না। এ কারণেই এ ধরনের বন্দরকে মুক্ত বন্দরও বলা হয়। [মো: শাহীন আলম]


অবাধ শহর কি?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply