অভাবে স্বভাব নষ্ট – মুখ নষ্ট বরণে…

অভাবে স্বভাব নষ্ট – মুখ নষ্ট বরণে – বাড়ি নষ্ট কেরনে – বউ নষ্ট মারণে” আবহমান বাংলার অন্যতম আঞ্চলিক প্রবাদ (proverb)। বাংলাদেশের নোয়াখালী জেলাসহ কতিপয় জেলাতে এ প্রবাদটির উচ্চারণ হল – “অভাবে স্বভাব নষ্ট – মুখ নষ্ট বরণে – বাড়ি নষ্ট কেরনে – বউ নষ্ট মারণে”। আবার সিলেট অঞ্চলসহ কতিপয় জেলাতে এ প্রবাদটির উচ্চারণ হল – “অভাবে স্বভাব নষ্ট – মুখ নষ্ট বরণে – ঝড়ায় ক্ষেত নষ্ট – বউ নষ্ট মারণে”।

তাৎপর্য:অভাবে স্বভাব নষ্ট – মুখ নষ্ট বরণে – বাড়ি নষ্ট কেরনে – বউ নষ্ট মারণে” এর মূল শিক্ষা হল – অভাব অনটনে পড়লে যেমনি মানুষের চরিত্র নষ্ট হয়, ব্রণ (বরণ) হলে যেমনি মানুষের মুখের সৌন্দর্য হারিয়ে যায়, আগাছা (কেরন) যেমনি বাড়ির উঠান বিনষ্ট করে, ঠিক তেমনি প্রহার (মারণে) করার ফলে বধু (বউ) এর চরিত্র খারাপ হয়ে যেতে পারে। এ প্রবাদটির মাধ্যমে গৃহবধুকে প্রহার কিংবা আঘাত করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। [মো: শাহীন আলম]


“অভাবে স্বভাব নষ্ট…” – আঞ্চলিক প্রবচন


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply