আদি জনগোষ্ঠী: অস্ট্রালয়েড

অস্ট্রালয়েড [Australoid] হলো মানব জাতির পরম্পরায় আগত সবচেয়ে প্রাচীন একটি ধারা। অস্ট্রালয়েড বলতে সাধারণত দক্ষিণের; বিশেষকরে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ম্যালেনেশিয়া ও পূর্ব এশিয়ার আদি জনগোষ্ঠীকে বোঝায়। ধারণা করা হয় যে, এ জনগোষ্ঠীটি আফ্রিকা থেকে পাড়ি জমিয়ে এশিয়ার বিভিন্ন দেশ ও অঞ্চলে বসতি গড়ে তুলে। খ্রিস্টপূর্ব ৬০ হাজার বছর [60,000 BC] থেকে অস্ট্রেলয়েডরা এ মহাদেশের ফিলিপিন্স, শ্রীলঙ্কা, মায়ানমার, কম্বোডিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ম্যালেনেশিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের অন্যান্য অঞ্চলের অন্য সব বর্ণের জনগোষ্ঠীর সাথে মিশেছিল।
অস্ট্রেলিয়ার আদিবাসীদেরকে এ ধারার প্রধান বাহক মনে করা হয়। এদের গায়ের রং বেশ কাল ও মাথায় ঢেউ খেলানো কোঁকড়া চুল রয়েছে। এ জনগোষ্ঠীর লোকজন তুলনামূলকভাবে বড় দাঁতের অধিকারী হয়। এদের আরেকটি একক বৈশিষ্ট্য হল- এদের মাথার চুলের বর্ণে কিছুটা সোনালী বর্ণের আভা দেখা যায়। [মো. শাহীন আলম]
সহায়িকা:
১. বাকী, আবদুল, ভুবনকোষ, ২০১৩, সুজনেষু প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
২. Kiprop, Josephon, Who Are The Australoid Race? May 22 2018 in Society, (worldatlas.com/articles)
অস্ট্রেলিয়ার নৃগোষ্ঠী নাম কি?
Follow Us on Our Youtube Channel: GEONATCUL