উক্তি পরিবর্তন | Narration Change
উক্তি (narration) আভিধানিক অর্থ হল কথন। কোন কথকের বাক কর্মের নামই হল উক্তি।
উক্তি প্রধানত দুই প্রকার। যেমন –
১. প্রত্যক্ষ উক্তি (direct narration) ও
২. পরােক্ষ উক্তি (indirect narration)।
১. প্রত্যক্ষ উক্তি (direct narration): যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়, তাকে প্রত্যক্ষ উক্তি বলে। যেমন –
রাতুল বলল, “কলমটা আমার প্রয়োজন।”
২. পরােক্ষ উক্তি (indirect narration): যে বাক্যে বক্তার উক্তি অন্যের জবানিতে রূপান্তরিতভাবে প্রকাশিত হয়, তাকে পরােক্ষ উক্তি বলা হয়। যেমন –
রাতুল বলল যে, কলমটা তার প্রয়োজন।
উক্তি (narration) পরিবর্তনের কতিপয় নিয়ম:
১. প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের (“ ”) মাঝে থাকে। পরােক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লােপ পায়। প্রথমে উদ্ধরণ চিহ্নের স্থানে ‘যে’ এ সংযােজক অব্যয়টি ব্যবহার করতে হয়। বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহৃত বক্তার পুরুষের (person) পরিবর্তন করতে হয়। যেমন –
প্রত্যক্ষ উক্তি : রাতুল বলল, “আমার মা বাড়ি নেই।”
পরােক্ষ উক্তি : রাতুল বলল যে, তার মা বাড়ি ছিলেন না।
২. বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সর্বনামের পরিবর্তন করতে হয়। যেমন –
প্রত্যক্ষ উক্তি : রাতুল বলল, “আমার বাবা আজই খুলনা যাচ্ছেন।”
পরােক্ষ উক্তি : রাতুল বলল যে, তার বাবা সেদিনই খুলনা যাচ্ছিলেন।
৩. প্রত্যক্ষ উক্তির কালবাচক পদকে পরােক্ষ উক্তিতে অর্থ অনুসারী করতে হয়। যেমন –
প্রত্যক্ষ উক্তি : রাতুল বলল, “কাল তােমাদের বিদ্যালয় খোলা থাকবে।”
পরােক্ষ উক্তি : রাতুল বলল যে, পরদিন আমাদের বিদ্যালয় খোলা থাকবে।
৪. প্রত্যক্ষ উক্তির বাক্যের সর্বনাম এবং কালসূচক শব্দের পরােক্ষ উক্তিতে নিম্নলিখিত পরিবর্তন সংঘটিত হয়।
প্রত্যক্ষ | → | পরােক্ষ |
এই | সেই | |
ইহা | তাহা | |
এ | সে | |
আজ | সেদিন | |
আগামীকাল | পরদিন | |
এখানে | সেখানে | |
গতকাল | আগেরদিন | |
এখন | তখন | |
গতকল্য | পূর্বদিন | |
ওখানে | ঐখানে |
৫. অর্থ সঙ্গতি রক্ষার জন্য পরােক্ষ উক্তিতে ক্রিয়াপদের পরিবর্তন হতে পারে। যেমন –
প্রত্যক্ষ উক্তি : রাতুল বলল, “আমি এখনই আসছি’।
পরােক্ষ উক্তি : রাতুল বলল যে, সে তখনই যাচ্ছে।
৬. আশ্রিত খন্ড বাক্যের ক্রিয়ার কাল পরােক্ষ উক্তিতে সব সময় মূল বাক্যাংশের ক্রিয়ার কালের উপর নির্ভর করে না।
৬. ক) প্রত্যক্ষ উক্তি : রাতুল বলেছিল, “গ্রামে খুব গরম পড়েছে।”
পরােক্ষ উক্তি : রাতুল বলেছিল যে, গ্রামে খুব গরম পড়েছিল।
অথবা, রাতুল বলেছিল গ্রামে খুব গরম পড়েছে।
৬. খ) প্রত্যক্ষ উক্তি : রাতুল বলেছিল, “আমি বিদ্যালয়ে যাচ্ছি।”
পরােক্ষ উক্তি : রাতুল বলেছিল যে, সে বিদ্যালয়ে যাচ্ছে।
৬.গ) প্রত্যক্ষ উক্তি : রাতুল বলল, “আমি খুলনা যাব।”
পরােক্ষ উক্তি : রাতুল বলল যে, সে খুলনা যাবে।
প্রত্যক্ষ উক্তিতে কোন চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরােক্ষ উক্তিতে কালের কোন পরিবর্তন হয় না। যেমন –
৬.ঘ) প্রত্যক্ষ উক্তি : রাতুল বললেন, “পৃথিবী গােলাকার।”
পরােক্ষ উক্তি : রাতুলবললেন যে, পৃথিবী গােলাকার।
৬.ঙ) প্রত্যক্ষ উক্তি: শিক্ষক বললেন, “চুম্বক লােহাকে আকর্ষণ করে।”
পরােক্ষ উক্তি : শিক্ষক বললেন যে, চুম্বক লােহাকে আকর্ষণ করে।
৭। প্রশ্নবােধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরােক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করতে হয়। যেমন –
প্রশ্নবােধক বাক্য বা উক্তি (narration) পরিবর্তনের কতিপয় নিয়ম:
৭.ক) প্রত্যক্ষ উক্তি : শিক্ষক বললেন, “তােমরা কি ছুটি চাও?”
পরােক্ষ উক্তি : আমরা ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন।
৭.খ) প্রত্যক্ষ উক্তি : রাতুল বলল, “কবে নাগাদ তােমাদের ফল বের হবে?”
পরােক্ষ উক্তি : আমাদের ফল কবে নাগাদ বের হবে, বাবা তা জানতে চাইলেন।
অনুজ্ঞাসূচক বাক্য বা উক্তি (narration) পরিবর্তনের কতিপয় নিয়ম:
৭.গ) প্রত্যক্ষ উক্তি : রাতুল বলল, “তােমরা আগামীকাল এসাে।”
পরােক্ষ উক্তি : রাতুল তাদের পরদিন আসতে বলল।
অথবা, রাতুল তাদের পরদিন যেতে বলল।
৭.ঘ) প্রত্যক্ষ উক্তি : তিনি বললেন, “দয়া করে ভেতরে আসুন।”
পরােক্ষ উক্তি : তিনি (আমাকে) ভেতরে যেতে অনুরােধ করলেন।
আবেগসূচক বাক্য বা উক্তি (narration) পরিবর্তনের কতিপয় নিয়ম:
৭.ঙ) প্রত্যক্ষ উক্তি : রাতুল বলল, “বাঃ! পাখিটি তাে চমৎকার।”
পরােক্ষ উক্তি : রাতুল আনন্দের সাথে বলল যে, পাখিটি চমৎকার।
৭.চ) প্রত্যক্ষ উক্তি : ভিখারিনী বলল, “শীতে আমরা কতই না কষ্ট পাচ্ছি।”
পরােক্ষ উক্তি : ভিখারিনী দুঃখের সাথে বলল যে, তারা শীতে বড়ই কষ্ট পাচ্ছে। [সংকলিত]
সহায়িকা: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।
উক্তি পরিবর্তনের নিয়ম
Follow Us on Our Youtube Channel: GEONATCUL