শহুরে উত্তাপ দ্বীপ | Urban Heat Island

শহুরে উত্তাপ দ্বীপ
শহুরে উত্তাপ দ্বীপ

শহুরে উত্তাপ দ্বীপ [Urban Heat Island or UHI] বলতে এমন শহুরে এলাকা বা মেট্রোপলিটান এলাকাকে বুঝায়, যে এলাকাটি আশেপাশের গ্রামীণ এলাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে উষ্ণ থাকে। মানুষের কার্যকলাপের ফলে শহুরে এলাকায় বা মেট্রোপলিটান এলাকায় তাপমাত্রা আশেপাশের এলাকার তুলনায় বেশি পরিলক্ষিত হয়। অর্থাৎ শহর বা নগর এলাকাগুলো সাধারণত কংক্রিটময় হয়ে থাকে। আর আমরা জানি যে, কংক্রিটময় দালান-কোঠা, পাকা রাস্তা প্রভৃতির তাপ ধারণ ক্ষমতা তুলনামূলক বেশি।

অপরদিকে, শহর এলাকায় উঁচু ভবনের জন্য বায়ু চলাচলেও বাধার সম্মুখীন হয়। ফলে বায়ু প্রবাহের মাধ্যমে শহরের তাপ সঞ্চালন হয়ে বাহিরে বেড় হতে পারে না। তাছাড়া শহরের স্বল্প পরিসরে বা স্বল্প স্থানে অধিক লোক বসবাস করে। এর ফলে নানাবিধ দহন কাজ যেমন; রান্না-বান্না, কল-কারখানা, যানবাহন প্রভৃতি হতে তাপ নিঃসরণও শহরের স্বল্প পরিসরে বেশি পরিমাণে হয়ে থাকে। অধিকন্তু শহরের বায়ু স্তরে দূষিত পদার্থ ও ধূলিকণা বেশি থাকায় তাপ বিকিরণও কম হয়ে থাকে। এসব নানাবিধ কারণে পার্শ্ববর্তী গ্রামীণ এলাকার তুলনায় শহরে দিন ও রাতের বেলা তাপ বেশি থাকে। তবে রাতের বেলায় শহরে তুলনামূলক বেশি তাপ অনুভূত হয়ে থাকে।

শহরাঞ্চলে দিনের তাপমাত্রা দূরবর্তী এলাকার তাপমাত্রার তুলনায় প্রায় ১-৭° ফারেনহাইট বেশি এবং রাতের তাপমাত্রা প্রায় ২-৫° ফারেনহাইট বেশি। উদাহরণস্বরূপ, ১৯৪৯ সালের ১১ আগস্ট রাত ১০টায় ওয়াশিংটন শহরের কেন্দ্রস্থলে তাপমাত্রা শহরতলী অপেক্ষা ৬.৬ ডিগ্রি ফারেনহাইট বেশি অনুভূত হয়েছিল। বাংলাদেশের ঢাকা শহরেও গ্রীষ্মকালে অত্যন্ত বেশি তাপ অনুভূত হয়। আর শহরাঞ্চলে এরূপ অতিরিক্ত তাপের জন্য শহরকে “উত্তাপ দ্বীপ” বলা হয়। [মো: শাহীন আলম]


সহায়িকা:
১। What is Urban heat island? by NASA
২। Urban heat island
৩। Heat Island Effect by EPA
৪। বাকী, আবদুল, ২০১৩, ভুবনকোষ, সুজনেষু প্রকাশনী, ঢাকা, পৃষ্ঠা ৩৭।


শহুরে উত্তাপ দ্বীপ কী?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply