উদ্ভিদ সম্প্রদায় | Plant Community

a row of mangrove trees in water, ম্যানগ্রোভ ফরেস্ট, সাভানা. vegetation, উদ্ভিজ্জ, উদ্ভিদ

উদ্ভিদ সম্প্রদায় [Plant Community] বলতে কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশের সমগ্র উদ্ভিদকে বুঝায়। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক স্থানের প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক বা স্বাভাবিক প্রক্রিয়ায় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ জন্ম, বৃদ্ধি এবং বংশবিস্তারের মাধ্যমে ঐ স্থানেই বিশাল আয়তন জুড়ে উদ্ভিদের আচ্ছাদন তৈরি করে, যাকে সম্মিলিতভাবে উদ্ভিদ সম্প্রদায় বলা হয়। উদ্ভিদ সম্পদ্রায়কে আবার কোনো ভৌগোলিক স্থানের উদ্ভিদের গোষ্ঠীও বলা যায়। জলাভূমি, মরুভূমি, পাহাড়ীয়া ভূমি, প্রভৃতি আলাদা আলাদা প্রাকৃতিক পরিবেশে বা বাসস্থানে প্রাকৃতিক বা স্বাভাবিক প্রক্রিয়ায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ জন্মাতে এবং বংশবিস্তার করতে দেখা যায়। এরূপ জলাভূমি, মরুভূমি, প্রভৃতি আলাদা আলাদা প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন প্রজাতির উদ্ভিজ্জকে এক একটি আলাদা উদ্ভিদ সম্প্রদায় বলা হয়। যেমন: জলাভূমির উদ্ভিদ সম্প্রদায়, মরুভূমির উদ্ভিদ সম্প্রদায়, প্রভৃতি। [মো: শাহীন আলম]


উদ্ভিদ সম্প্রদায় কি?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply