উপভাষা বলতে কি বুঝায়?

উপভাষা [Dialect] বলতে সাধারণত যে কোনো একটি আদর্শ ভাষার বা প্রমাণ ভাষার (standard language) অঞ্চল ভিত্তিক ভিন্ন ভিন্ন রূপকে বুঝায়। অর্থাৎ কোনো একটি দেশে কিংবা ভাষাগত অঞ্চলে ভাষার নির্দিষ্ট একটি আদর্শ বা প্রমাণ রূপ থাকে। তথাপিও ভাষাটির শব্দ চয়ন বা উচ্চারণের রূপ দেশটির ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন কিংবা ভাষাগত অঞ্চলটির ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এরূপ যে কোনো একটি আদর্শ ভাষার অঞ্চল ভিত্তিক ভিন্ন ভিন্ন রূপকে সে ভাষাটির উপভাষা বলা হয়। উপভাষাকে আবার আঞ্চলিক ভাষাও বলা হয়। যেমন –

বাংলাদেশের আদর্শ ভাষা হলো বাংলা। আর শব্দ চয়ন বা উচ্চারণ রূপের দিক থেকে বাংলাদেশে সিলেট অঞ্চলের ভাষা, চট্টগ্রাম অঞ্চলের ভাষা, নোয়াখালী অঞ্চলের ভাষা, বরিশাল অঞ্চলের ভাষা, রাজশাহী অঞ্চলের ভাষা, প্রভৃতির ভিন্নতা রয়েছে। তাই এসব আঞ্চলিক রূপগুলো হলো বাংলাদেশে বাংলা ভাষার এক একটি উপভাষা বা আঞ্চলিক ভাষা। [মো: শাহীন আলম]


সহায়িকা: বাকী, আবদুল, ২০১৩, ভুবনকোষ, ঢাকা: সুজনেষু প্রকাশনী, পৃষ্ঠা – ৪১।


উপভাষা কাকে বলে?


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply