উপসাগর (Bay) এবং উপসাগর (Gulf) এর মধ্যে পার্থক্য
উপসাগর [Bay] বলতে সাধারণত তিনদিক দিয়ে স্থল পরিবেষ্টিত বিশাল আয়তনের জলভাগকে বুঝায়। অর্থাৎ বিশাল আয়তনের হ্রদ বা সাগর স্থলভাগের অভ্যন্তরে ব্যাপকভাবে অনুপ্রবেশের ফলে তিনদিকে স্থল পরিবেষ্টিত জলভাগের সৃষ্টি হয়। এরূপে তিনদিকে স্থল পরিবেষ্টিত এবং একদিকে সমুদ্রের সাথে সংযুক্ত বিশাল জলভাগকে উপসাগর (bay) বলা হয়। উদাহরণস্বরূপ- বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত বঙ্গোপসাগর [Bay of Bengal]। বঙ্গোপসাগর উত্তর, পশ্চিম ও পূর্ব দিকে পরিবেষ্টিত স্থলভাগ এবং দক্ষিণ দিক ভারত মহাসাগরের সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে। সাধারণত স্থলভাগের ভাঙ্গনের ফলে কিংবা অবনমিত ভূ-ভাগে সমুদ্রের পানি প্রবেশ করে এরূপ জলভাগের সৃষ্টি হয়ে থাকে।

উপসাগর [Gulf] বলতে সাধারণ উপসাগর (bay) এর তুলনায় আকারে বেশি বিস্তৃত এবং অধিকতর গভীর জলভাগকে বুঝায়, যা স্থলভাগের অভ্যন্তরে আরও বেশি আয়তন জুড়ে গভীরে অনুপ্রবেশ করে অবস্থান করে থাকে। উদাহরণস্বরূপ- পশ্চিম এশিয়ার পারস্য উপসাগর [Persian Gulf]। [মো: শাহীন আলম]
উপসাগর শব্দের অর্থ কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL