উমা-মহেশ্বর
October 30, 2024
উমা-মহেশ্বর হলো হিন্দু মূর্তিবিদ্যায় ঐশ্বরিক দম্পতির প্রতিমা। উমা হলেন দেবী পার্বতী এবং মহেশ্বর হলেন দেবতা শিব। প্রতিমায় রয়েছে শিব ও পার্বতীর যুগল রূপ। শিব এবং পার্বতী মুখোমুখি (সম্মুখ মুদ্রায়) বসে আছেন। তাদের বিভিন্ন ভঙ্গিতে দেখা যায়, যা প্রেম এবং আকাঙ্ক্ষা বুঝায়; যেমন:
আলিঙ্গনা ভঙ্গিতে একে অপরকে আলিঙ্গন করা। উমা-মহেশ্বরকে আবার হর-গৌরীও বলা হয়। উমা (পার্বতী) হিন্দু ধর্মীয় সংস্কৃতিতে গৌরী, দুর্গা, কাত্যায়নী, ভদ্রকালী, দশভুজা, প্রভৃতি নামেও সুপরিচিত। মহেশ্বর (শিব) হিন্দু ধর্মীয় সংস্কৃতিতে মহাদেব, ভোলানাথ, শংকর, মহেশ, নীলকণ্ঠ, রুদ্র, গঙ্গাধর, হর, প্রভৃতি নামেও সুপরিচিত। [মো. শাহীন আলম]
Image: Uma-Maheshvara, Period: Circa 11 – 12th Century CE (?), Mainamati Museum, Department of Archaeology, Cumilla, Bangladesh.