এক দফা এক দাবি | সবাই শুধু চাই চাই – আরও চাই, আমি কি চাইমু?
“কৃষি উৎপাদন বৃদ্ধি ও সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থা নিশ্চিত করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে সব কিছু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক; মানুষ তিন বেলা পেট ভরে খেয়ে দিন শেষে যেন সুখ ও শান্তিতে ঘুমাতে পারে এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সর্বত্র সুশাসন নিশ্চিত হউক।” – এটাই মুই চাই 🙏
🚜 কৃষি উৎপাদন কেন দরকার?
কৃষি উৎপাদন বৃদ্ধি পেলে বাজারে পর্যাপ্ত পণ্যদ্রব্যের যোগান থাকবে, ফলে কম টাকায় মানুষ অধিক পণ্যদ্রব্য ক্রয় করতে পারবে।
🚫 সিন্ডিকেটমুক্ত বাজার কেন দরকার?
চাঁদাবাজ ও অসাধু অধিক মুনাফা লোভীদের হাত থেকে বাজার মুক্ত হলে বিক্রেতার ক্রয় খরচ কমে যাবে, ফলে বিক্রেতা কম মূল্যে অধিক পণ্যদ্রব্য সাধারণ ক্রেতার কাছে বিক্রয় করতে পারবে।
💸 বেতন বাড়লে লাভ কি?
যে হারে বেতন বাড়ে, তার চেয়ে ২/৩ গুণ হারে দ্রব্যমূল্য বাড়ে। বছর যেতে না যেতে আবার আন্দোলন; বেতন বাড়াও বেতন বাড়াও, এক দফা এক দাবি 🙆♂️।
🖨️ টাকা ছাপালে লাভ কি?
যদি এক বস্তা কাগজের টাকা খরচ করে বাজার থেকে এক ব্যাগ দ্রব্য সামগ্রী কিনতে হয়, তাহলে সংকট কাটাতে টাকা ছাপালে এক কথায় কোনো লাভ নেই 😭।
🗞️ সুশাসন কি ও কেন দরকার?
সমাজ ও রাষ্ট্র স্বীকৃত যে কোনো আইন, নিয়ম ও বিধি বিধানের যথাযথ প্রয়োগ ও সর্বত্র তা মেনে চলার নামই হলো সুশাসন। সকলের সমান সুযোগ ও সুবিধাসহ দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ নিশ্চিত করতে সুশাসনের কোনো বিকল্প নেই।
▶️ বুঝলে বুজপাতা, না বুঝলে তেজপাতা 🥰 [মো: শাহীন আলম]
এক দফা এক দাবি – আমি কি চাইমু?
Follow Us on Our YouTube channel: GEONATCUL