এশিয়া মাইনর | Asia Minor
এশিয়া মাইনর কী?
এশিয়া মাইনর হলো এশিয়ান তুরস্ক বা তুরস্কের এশীয় অংশ। বর্তমান তুরস্ক ও তৎসংলগ্ন এলাকাকে ইংরেজিতে এশিয়া মাইনর (asia minor) বলা হয়। এ অঞ্চলটির ঐতিহাসিক নাম হলো অ্যানাটোলিয়া বা আনাতোলিয়া। গ্রীক শব্দ Aνατολή (anatolí) থেকে আনাতোলিয়া শব্দটি এসেছে। এ শব্দটির অর্থ হলো পূর্ব বা সূর্যোদয়। তুরস্কের জনগণ একে আনাদোল বা আনাদোলো বলে থাকেন। এটি পশ্চিম এশিয়ার একটি উপদ্বীপ, যেখানে এশিয়া এবং ইউরোপ মহাদেশ মিলিত হয়েছে। অতীতকালে এশিয়া মাইনর অঞ্চলটি ছিল এশিয়া এবং ইউরোপের মধ্য দিয়ে ভ্রমণকারীদের জন্য একটি মিলনস্থল। বর্তমানে এটি তুরস্কের (Turkey) অংশ।

ভৌগোলিক অবস্থান:
এশিয়া মাইনর হলো একটি উপদ্বীপ, যার তিন দিক দিয়ে জলবেষ্টিত। ভৌগোলিকভাবে, এ অঞ্চলটি উত্তর-পশ্চিমে তুর্কি প্রণালী, উত্তরে কৃষ্ণ সাগর, পূর্বে আর্মেনিয়ান উচ্চভূমি, পশ্চিমে এজিয়ান সাগর এবং দক্ষিণে ভূমধ্যসাগর দিয়ে পরিবেষ্টিত। এ উপদ্বীপটি এশিয়া থেকে পশ্চিমে ইউরোপের দিকে বিস্তৃত। এটির অবস্থানগত ভূ-স্থানাঙ্ক ২৬°২৭’২৬.৯” পূর্ব থেকে ৪৪°৪১’৩৮.৮” পূর্ব দ্রাঘিমাংশ এবং ৩৬°০৬’৩৮.৪” উত্তর থেকে ৪২°০৫’৫৩.৩” উত্তর অক্ষাংশ।
ইতিহাস:
ঐতিহাসিক তথ্যসূত্র থেকে জানা যায় যে, খ্রিস্টপূর্ব ১৭০০ থেকে ১১৮০ সাল পর্যন্ত এশিয়া মাইনরে হিট্টাইটদের (Hittites) একটি রাজ্য ছিল। পরবর্তীতে অ্যাসিরিয়ান, পারস্য, গ্রীক এবং রোমান শাসক কর্তৃক এ উপদ্বীপটি শাসিত হয়েছিল। ৩৯৫ খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্য বিভক্ত হয়ে গেলে, এশিয়া মাইনর পূর্ব সাম্রাজ্যের অংশ হয়ে যায়। তখন এ অংশটি বাইজেন্টাইন সাম্রাজ্য নামে পরিচিতি পায়। খ্রিস্টীয় ১৪০০-এর প্রথম দশকে তুর্কি কর্তৃক এ উপদ্বীপ জয় লাভ করে এবং এটিকে অটোমান সাম্রাজ্য ভূক্ত করে। অটোমান সাম্রাজ্য খ্রিস্টীয় ১৯২২ সাল পর্যন্ত স্থায়ী ছিল। এরপর ১৯২৩ সালে এশিয়া মাইনর তুরস্ক প্রজাতন্ত্রের এশীয় অংশ হয়ে যায়। [মো: শাহীন আলম]
তথ্যসূত্র:
১। বাকী, আবদুল, ভূবনকোষ, (২০১৩), ঢাকা: সুজনেষু প্রকাশনী, পৃষ্ঠা – ৫০;
২। আনাতোলিয়া, উইকিপিডিয়া;
৩। Anatolia, historical region, Asia;
৪। Asia Minor
Follow Us in Our Youtube Channel: GEONATCUL