কার্বনচক্র কি?

প্রকৃতির কার্বন যে প্রক্রিয়ায় কার্বনডাইঅক্সাইড (Co2) গ্যাসরুপে পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে প্রকৃতিতে কার্বনের সমতা বজায় রাখে তাই কার্বনচক্র। যেমন: উদ্ভিজ্জাত পদার্থ (কাঠ, কয়লা, পেট্রোল, ইত্যাদি) দহন ক্রিয়ায় কার্বন যৌগ ভেসে কার্বনডাইঅক্সাইড (Co2) গ্যাস নির্গত হয়ে বায়ুমন্ডলে মিশে যায়। C6H12O6+ 6O2+ C6H2O→6CO2+12H2O+শক্তি। [ইশরাত জাহান মিম]


সহায়িকা: মজুমদার, তাপস কুমার, ভূগোল ১ম পত্র (একাদশ-দ্বাদশ), ঢাকা: লেকচার পাবলিকেশন্স লি., পৃ: ১৩০, ৩৭২।


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply