কার্স্ট অঞ্চল | Karst Region

কার্স্ট অঞ্চলের কার্স্ট

পৃথিবীর সমস্ত চুনাপাথরবিশিষ্ট ভূমিরূপকে বুঝাতে কার্স্ট (karst) শব্দটি ব্যবহার করা হয়। আর কার্স্ট অঞ্চল বলতে পৃথিবীর সমস্ত চুনাপাথরের ভূমিরূপবিশিষ্ট অঞ্চলকে বুঝায়। অর্থাৎ ইউরোপ মহাদেশে উত্তর আড্রিয়াটিক সাগরের তীরবর্তী চুনাপাথরবিশিষ্ট একটি এলাকার স্থানীয় নাম কার্স্ট (karst)। এ এলাকাটির সম্পূর্ণ অংশই চুনাপাথর দিয়ে গঠিত। এর বিস্তৃতি প্রায় ৮০ কিলোমিটার বলে জানা যায়। এ এলাকাটিতে ভূ-গর্ভস্থ পানির কার্যাবলি সর্বাধিক পরিলক্ষিত হয়।

এখানে জলের দ্রবণ ক্রিয়ায় ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠ শিলা দ্রবীভূত হয়, এবং শিলার রাসায়নিক ও ভৌত ধর্মের পরিবর্তন ঘটে। একই সাথে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ ও পানি নির্গমন প্রণালী গঠিত হয়। এ বিশেষ বৈশিষ্ট্যের কারণে পৃথিবীর সমস্ত চুনাপাথরবিশিষ্ট অঞ্চল বুঝাতে ‘কার্স্ট’ (karst) শব্দটি ব্যবহার করা হয়েছে। [মো: শাহীন আলম]


কার্স্ট অঞ্চলে গঠিত ভূমিরূপ


Image: Karst, wikipedia.org


 

Leave a Reply