কুক্কুরীপা: চর্যাপদের একমাত্র মহিলা কবি?

কুক্কুরীপা চর্যাপদের একজন কবি ছিলেন। তিনি খ্রিস্টীয় অষ্টম শতকে চর্যাপদ রচনা করেন। তিনি তিব্বতের কাছাকাছি কোন এক অঞ্চলের বাসিন্দা ছিলেন। অনেকে কুক্কুরীপাকে চর্যাপদের একজন মহিলা কবি হিসেবে উল্লেখ করে থাকেন। ড. সুকুমার সেন মনে করেন, কুক্কুরীপার ভাষার সাথে নারীদের ভাষার যথেষ্ট মিল রয়েছে। তিনি চর্যাপদে সর্বমোট ২টি পদ রচনা করেন। কুক্কুরীপার রচিত পদদ্বয় হল ২ ও ২০। মনে করা হয়ে থাকে যে, চর্যাপদে খুঁজে না পাওয়া ৪৮ সংখ্যক পদটি তাঁরই রচিত। সে হিসেবে কুক্কুরীপার রচিত পদ সংখ্যা ৩টি। চর্যা সাহিত্যে কুক্কুরীপা রচিত পদসমূহ পর্যালোচনা করে দেখা যায় যে, তাঁর রচিত পদসমূহের ভাব ইতর ও ভাষা গ্রাম্য প্রকৃতির। পদ: ২ এ কুক্কুরীপা রচিত অতিপরিচিত দুইটি পঙক্তি হল,
‘‘দিবসহি বহূড়ী কাউহি ডর ভাই। |
রাতি ভইলে কামরু জাই।।’’ |
এ পঙক্তিদ্বয়ের অর্থ হল- ‘দিনে বউটি কাকের ভয়ে ভীত হয়। কিন্তু রাত হলেই সে কামরূপ যায়।’ [সংকলিত]
কুক্কুরীপা চর্যাপদের একমাত্র মহিলা কবি?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL