কুটির শিল্প | Cottage Industry

কুটির শিল্প [Cottage Industry] বলতে পণ্যদ্রব্য উৎপাদনের জন্য পরিবারের সদস্যগণ কর্তৃক নিজ গৃহে গড়ে তোলা প্রতিষ্ঠানকে বুঝায়। তাই এ ধরনের প্রতিষ্ঠানকে গৃহকেন্দ্রীক শিল্পও বলা যায়। এগুলো প্রায়ই অনানুষ্ঠানিকভাবে গড়ে উঠা শিল্প প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলোতে সাধারণত কৃষি উৎস থেকে প্রাপ্ত কাঁচামাল নির্ভর পণ্যদ্রব্য উৎপাদন করা হয়। এ শিল্পগুলো স্বল্প পুঁজি নিয়ে ছোট পরিসরে গড়ে উঠা উৎপাদন ব্যবসা, এবং কোনো না কোনো পরিবারের মালিকাধীন থাকে। এসব শিল্পপ্রতিষ্ঠান স্বল্প পরিমাণে পণ্যদ্রব্য উৎপাদন করে। এ ধরনের শিল্প প্রতিষ্ঠানের কর্মীগণ পূর্ণকালীন কিংবা খণ্ডকালীন কাজ করে থাকে। 

A weavers cottage, as seen by Vincent van Gogh, Nuenen 1884, Industry, কুটির শিল্প
একটি তাঁত কুটির শিল্প, ভিনসেন্ট ভ্যান গগ, Nuenen ১৮৮৪।

তাঁতশিল্প, রেশমশিল্প, মৃৎশল্প, বাঁশ-বেত শিল্প, পাটজাত শিল্প, বস্ত্র শিল্প, নকশি কাঁথা শিল্প, শীতল পাটি শিল্প, গহনা শিল্প, কাঁসা-পিতল শিল্প, প্রভৃতি বাংলাদেশের ঐতিহ্যবাহী কুটির শিল্পের উৎকৃষ্ট উদাহরণ। গ্রামকেন্দ্রিক প্রাচীন সভ্যতা ছিল কৃষিভিত্তিক কুটিরশিল্প নির্ভর। প্রাচীন এ কুটিরশিল্পে উৎপাদিত শিল্পপণ্যের ব্যবহার এখনও দেখা যায়। আবার এ ধরনের শিল্পপণ্যের কিছু কিছু এখন বিভিন্ন জাদুঘরেও দেখা যায়। এ শিল্পপণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পেয়েছে, ফলে কুটির শিল্পে উৎপাদন কাজের জন্য কর্মীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। এখন, মাঝারী ও বৃহৎ পরিসরেও এসব শিল্পপণ্য উৎপাদন করা হয়ে থাকে। [মো: শাহীন আলম]


কুটির শিল্প কি?


Image: Weavers’ cottage


 

Leave a Reply