কুমেরু বৃত্ত | Antartic Circle
September 20, 2024
কুমেরু বৃত্ত [Antartic Circle] হলো পৃথিবীর মানচিত্রে প্রদর্শিত প্রধান পাঁচটি কাল্পনিক বৃত্তের একটি। ১৬,০০০ কিলোমিটার দৈর্ঘ্যের এ বৃত্তটির অবস্থান পৃথিবীর দক্ষিণ গোলার্ধে এবং সর্ব দক্ষিণে। বরফ আবৃত কুমেরু বৃত্তের অভ্যন্তরে স্থায়ীভাবে কোনো জনবসতি নেই। তবে সে স্থানে বিভিন্ন দেশের কিছু বৈজ্ঞানিক পরীক্ষণ কেন্দ্র ও গবেষণাগার রয়েছে।
দক্ষিণায়নের ফলে ২২ ডিসেম্বর সূর্য দক্ষিণ মেরুর দিকে সবচেয়ে বেশি সরে গিয়ে কিরণ দেয়। ঐ সময় সূর্য মকরক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয়। তখন দক্ষিণ অক্ষাংশের সাড়ে ৬৬ ডিগ্রির পর দক্ষিণ মেরুর সব স্থানে ২৪ ঘণ্টা দিনের আলো থাকে। এ দক্ষিণ অক্ষাংশের সাড়ে ৬৬ ডিগ্রির কাল্পনিক রেখাকে কুমেরু বৃত্ত বলা হয়। আর কাল্পনিক এ রেখা থেকেই কুমেরু সীমানা শুরু হয়। [মো: শাহীন আলম]
কুমেরু বৃত্ত কাকে বলে?
Image Source: wikipedia.org