কুমেরু বৃত্ত | Antartic Circle

a map of the continent, কুমেরু বৃত্তের মান কত, কুমেরু বৃত্ত কাকে বলে, কুমেরু বৃত্তের অক্ষাংশ কত, কুমেরু বৃত্ত রেখার মান কত, কুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত রেখার মান, কুমেরু বৃত্তে, কুমেরু বিন্দুর মান কত, কুমেরু মহাসাগর, কুমেরু বৃত্ত কাকে বলে, কুমেরু কাকে বলে, কুমেরু, কুমেরু মহাদেশ, কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরি, antarctic circle, antarctic circle latitude, antarctic circle map, antarctic circle cruises, antarctic circle degree, antarctic circle latitude and longitude, antarctic circle definition geography, antarctic circle coordinates, antarctic circle location, antarctic circle longitude,

কুমেরু বৃত্ত [Antartic Circle] হলো পৃথিবীর মানচিত্রে প্রদর্শিত প্রধান পাঁচটি কাল্পনিক বৃত্তের একটি। ১৬,০০০ কিলোমিটার দৈর্ঘ্যের এ বৃত্তটির অবস্থান পৃথিবীর দক্ষিণ গোলার্ধে এবং সর্ব দক্ষিণে। বরফ আবৃত কুমেরু বৃত্তের অভ্যন্তরে স্থায়ীভাবে কোনো জনবসতি নেই। তবে সে স্থানে বিভিন্ন দেশের কিছু বৈজ্ঞানিক পরীক্ষণ কেন্দ্র ও গবেষণাগার রয়েছে।

দক্ষিণায়নের ফলে ২২ ডিসেম্বর সূর্য দক্ষিণ মেরুর দিকে সবচেয়ে বেশি সরে গিয়ে কিরণ দেয়। ঐ সময় সূর্য মকরক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয়। তখন দক্ষিণ অক্ষাংশের সাড়ে ৬৬ ডিগ্রির পর দক্ষিণ মেরুর সব স্থানে ২৪ ঘণ্টা দিনের আলো থাকে। এ দক্ষিণ অক্ষাংশের সাড়ে ৬৬ ডিগ্রির কাল্পনিক রেখাকে কুমেরু বৃত্ত বলা হয়। আর কাল্পনিক এ রেখা থেকেই কুমেরু সীমানা শুরু হয়। [মো: শাহীন আলম]


কুমেরু বৃত্ত কাকে বলে?


Image Source: wikipedia.org


 

Leave a Reply