কুমেরু সমুদ্র | Antarctic Ocean

a map of the continent, কুমেরু বৃত্তের মান কত, কুমেরু বৃত্ত কাকে বলে, কুমেরু বৃত্তের অক্ষাংশ কত, কুমেরু বৃত্ত রেখার মান কত, কুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত রেখার মান, কুমেরু বৃত্তে, কুমেরু বিন্দুর মান কত, কুমেরু মহাসাগর, কুমেরু বৃত্ত কাকে বলে, কুমেরু কাকে বলে, কুমেরু, কুমেরু মহাদেশ, কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরি, antarctic circle, antarctic circle latitude, antarctic circle map, antarctic circle cruises, antarctic circle degree, antarctic circle latitude and longitude, antarctic circle definition geography, antarctic circle coordinates, antarctic circle location, antarctic circle longitude, কুমেরু সমুদ্র

কুমেরু সমুদ্র [Antarctic Ocean] বলতে দক্ষিণ গোলার্ধের কুমেরু অঞ্চল জুড়ে অর্থাৎ অ্যান্টার্কটিকাকে ঘিরে থাকা বিশাল জলরাশিকে বুঝায়। এ সমুদ্রের অপর নাম দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিকা মহাসাগর। শীতল মেরু অঞ্চলের এ জলরাশি খুবই শীতল প্রকৃতির হয়ে থাকে। এ সমুদ্রটি ৬০° দক্ষিণ অক্ষরেখার দক্ষিণদিকে অ্যান্টার্কটিকার চারদিক বেষ্টন করে অবস্থিত। অতিরিক্ত ঝড়ো আবহাওয়া এবং তীব্র ঠাণ্ডার কারণে এ সমুদ্রের উপকূলে বড় ধরনের বৃক্ষ জন্মায় না। শীতের তীব্রতার কারণে এখানে প্রচুর বরফ জমে এবং শীতকালে সমুদ্রের পানিতে বরফ খণ্ড ভেসে বেড়াতে দেখা যায়। এ সুমদ্র এলাকায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। তবে তুষারঝড়ের তীব্রতা খুবই বেশি। [মো: শাহীন আলম]


কুমেরু সমুদ্র কি?


Image Source: wikipedia.org

Leave a Reply