কুমেরু সমুদ্র | Antarctic Ocean
October 5, 2024
কুমেরু সমুদ্র [Antarctic Ocean] বলতে দক্ষিণ গোলার্ধের কুমেরু অঞ্চল জুড়ে অর্থাৎ অ্যান্টার্কটিকাকে ঘিরে থাকা বিশাল জলরাশিকে বুঝায়। এ সমুদ্রের অপর নাম দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিকা মহাসাগর। শীতল মেরু অঞ্চলের এ জলরাশি খুবই শীতল প্রকৃতির হয়ে থাকে। এ সমুদ্রটি ৬০° দক্ষিণ অক্ষরেখার দক্ষিণদিকে অ্যান্টার্কটিকার চারদিক বেষ্টন করে অবস্থিত। অতিরিক্ত ঝড়ো আবহাওয়া এবং তীব্র ঠাণ্ডার কারণে এ সমুদ্রের উপকূলে বড় ধরনের বৃক্ষ জন্মায় না। শীতের তীব্রতার কারণে এখানে প্রচুর বরফ জমে এবং শীতকালে সমুদ্রের পানিতে বরফ খণ্ড ভেসে বেড়াতে দেখা যায়। এ সুমদ্র এলাকায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। তবে তুষারঝড়ের তীব্রতা খুবই বেশি। [মো: শাহীন আলম]
কুমেরু সমুদ্র কি?
Image Source: wikipedia.org