কৃষি কি?
February 12, 2025
কৃষি [Agriculture] হলো শস্য উৎপাদনের উদ্দেশ্যে মাটি কর্ষণ করা। আদিমকালে সাদামাটাভাবে কৃষি কাজ করা হতো। তখন বনভূমি পরিষ্কার করে কেবল বৃক্ষ রোপণ করা হতো। এ ধরণের কৃষি কাজ পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলের আমাজন উপত্যকায় এবং মধ্য আফ্রিকায় আজও প্রচলিত রয়েছে।
তবে, বর্তমানে আধুনিক কৃষি ব্যবস্থা অনেক প্রযুক্তি নির্ভর হওয়ায় যথেষ্ট জ্ঞান ও দক্ষতা থাকা প্রয়োজন। সাধারণত মাটির গুণাগুণ ও জলবায়ুর উপর যে কোনো অঞ্চলের শস্য উৎপাদন অনেকাংশেই নির্ভরশীল। তাই কৃষি কাজের জন্য মাটি ও জলবায়ু বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকারও প্রয়োজন রয়েছে। [মো. শাহীন আলম]