কৃষ্ণবস্তু | Black Body
March 4, 2025
কৃষ্ণবস্তু বলতে এমন সব বস্তুকে বুঝায়, যে সব বস্তুর তাপ শোষণ ও বিকিরণ করার ক্ষমতা সবচেয়ে বেশি এবং তাপের প্রতিফলন ও প্রতিসরণ মোটেই নেই। তবে প্রকৃত কালো বস্তু পৃথিবীতে নেই। কোনো কোনো গবেষক বলেন যে, পৃথিবী নিজেই একটি কৃষ্ণ বস্তু। তাপ শোষণ ও বিকিরণ করার ক্ষমতা এবং তাপের প্রতিফলন ও প্রতিসরণ নেই বলে উর্বর কৃষ্ণ মাটিকে কৃষ্ণ বস্তু বিবেচনা করা হয়। মহাশূন্যে অবস্থিত ব্লাকহোলকে গবেষকগণ চরম বা প্রকৃত কৃষ্ণবস্তুর উদাহরণ হিসেবে উল্লেখ করেন। [মো. শাহীন আলম]