গম্বুজ পর্বত | Dome Mountain

গম্বুজ পর্বত [Dome Mountain] বলতে সাধারণত পৃথিবীর অভ্যন্তরস্থ গলিত শিলা (rock) বা ম্যাগমার (magma) ঊর্ধ্বমুখী চাপে ভূ-পৃষ্ঠের অংশবিশেষে গম্বুজের আকারে সৃষ্ট উঁচু ভূ-ভাগ বা পর্বতকে বুঝায়। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরের গ্যাস মিশ্রিত গলিত শিলা বা ম্যাগমা প্রায় সময় ঊর্ধ্বমুখী হয়ে ভূ-পৃষ্ঠের দিকে উঠে আসে। তবে যখন কোন প্রাকৃতিক কারণে এ গলিত শিলা ভূ-পৃষ্ঠ পর্যন্ত পৌঁছাতে না পারে, তখন ভূ-পৃষ্ঠের নিচে যে কোন গভীরতায় শিলা সঞ্চিত হয়ে চাপের সৃষ্টি করে। সঞ্চিত শিলার ঊর্ধ্বমুখী চাপের ফলে তথায় ভূ-পৃষ্ঠের অংশবিশেষ উঁচু হয়ে গম্বুজের আকার ধারণ করে পর্বতের সৃষ্টি করে। আর এরূপভাবে সৃষ্ট পর্বতকে গম্বুজ পর্বত বলে। আবার এ গম্বুজ পর্বতকে ল্যাকোলিথ পর্বতও (laccolith mountain) বলা হয়। [সংকলিত] [মো: শাহীন আলম]
Reference:
1. slideplayer.com
2. www.civilsdaily.com
গম্বুজ পর্বত কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL