গুণবতী বিভাগের মন্দির | ত্রিপুরা

a group of buildings with domes, ত্রিপুরা পর্যটন, ত্রিপুরা পর্যটন প্যাকেজ, ত্রিপুরা মন্দির, ত্রিপুরা সুন্দরী মন্দির, ভুবনেশ্বরী মন্দির ত্রিপুরা, ত্রিপুরা সুন্দরী মন্দির কলকাতা, ত্রিপুরা, ত্রিপুরার বৃষ্টির খবর, ত্রিপুরার খবর, ত্রিপুরার আবহাওয়া, ত্রিপুরার বাঁধ, ত্রিপুরা আবহাওয়া দপ্তর, ত্রিপুরা ভূমি রাজস্ব, ত্রিপুরার বনজ সম্পদ রচনা, ত্রিপুরা নিউজ চ্যানেল, ত্রিপুরার রাজাদের নামের তালিকা, মন্দির, মন্দিরা চক্রবর্তী, মন্দিরা, মন্দিরে হামলা, মন্দিরে আগুন, মন্দির ভাঙচুর, মন্দির প্রতিষ্ঠা, মন্দিরের নাম, মন্দিরের, মন্দিরের ছবি, gunabati temple tripura, gunabati group of temples, temple university, temple grandin, temple, temple hills md, temple washington, temple alexandria va, temple run, temple of poseidon, temple of praise, temple near me, tripura, tripura india, tripura sundari, tripura bhairavi, tripura language, tripura rahasya, tripura map, tripura sundari yantra, tripura governor, tripura dam, tripura temple, tripura temple name, tripura temple list, tripura temple photo, tripura temple images, tripura temple drawing, tripura temple city, tripura temple iskcon, tripura sundari temple mysore, tripura sundari temple jabalpur, udaipur, udaipur hotels, udaipur india, udaipur lake palace, udaipur to jaipur, udaipur city palace, udaipur resorts, udaipur weather, udaipur vs jaipur, udaipur tourist places, উদয়পুরের গুণবতী মন্দির

গুণবতী বিভাগের মন্দির ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার গোমতীর জেলাধীন উদয়পুরের রাধাকিশোরপুর অবস্থিত। এখানে রয়েছে পাশাপাশি তিনটি মন্দির। গুণবতী মন্দিরগুচ্ছ পরস্পর একটি থেকে অপরটি নিকটবর্তী দূরত্বে দণ্ডায়মান অবস্থায় রয়েছে।

এ মন্দিরগুচ্ছ ইটের তৈরি। উত্তরদিকের মন্দিরের গায়ের শিলালিপির প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, মন্দিরটি মহারাজা গোবিন্দমাণিক্যের মহিষী মহারাণী গুণবতী নির্মাণ করেন। গুণবতী তা বিষ্ণুকে উৎসর্গ করেন। মন্দিরের ভিতরের ঘরগুলো অর্ধচন্দ্রাকৃতি এবং মন্দিরের সামনের চাঁদনী আয়তাকার। জোড়াঘরবিমিষ্ট মন্দিরের ভিতর ও বাহির দেয়াল জুড়ে সাধারণ রেখাকৃত কারুকার্যের কিছু নকশা রয়েছে।

আর বাকী মন্দির দুটির গঠনও একই রকম। কিন্তু তাদের কোনো বিবরণ নেই। দেখে বুঝা যাচ্ছে যে, সেগুলো মহারাণীর নির্মিত মন্দিরের সমসাময়িক। এ মন্দিরগুলোর গঠন ত্রিপুরার বাকি মন্দিরগুলোর মতোই। ব্যতিক্রম হলো চাঁদনীটির উপর একটি লুপ্তপ্রায় স্তুপ। সেগুলোর গোলাকার ছাদ দ্বারা আচ্ছাদিত, যেটির সাদৃশ্য অনেকটা দেবতার উদ্দেশ্যে নিবেদিত। অন্দর কক্ষটি দেখতে অর্ধগোলাকার আকৃতির। এর চারদিক বেষ্টন করে সুন্দর পদ্ম ফুলের কারুকার্য রয়েছে। মন্দিরের দেয়ালগুলো রেখাকৃত কারুকার্য দ্বারা সাজানো হয়েছে। মন্দিরের প্রতিটি কোনায় মোমবাতি রাখার বিশেষ স্তম্ভ রয়েছে। মন্দিরগুলোর মধ্যে কোনো বিশেষ তফাৎ নেই, শুধু পূর্বদিক থেকে পশ্চিম দিক পর্যন্ত মন্দিরগুলো আকৃতিতে আস্তে আস্তে ছোট হয়ে গেছে। [মো: শাহীন আলম]


তথ্যসূত্র: সহকারী অধীক্ষক প্রত্নতত্ত্ববিদ, ভারতীয় প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ, আইজল মন্ডল।



Follow Us on Our YouTube channel: GEONATCUL


উদয়পুরের গুণবতী মন্দির


Leave a Reply