চামুণ্ডা | Chamunda

a stone sculpture of a woman holding a candle, চামুণ্ডা মন্ত্র, চামুণ্ডা, চামুণ্ডা দেবী, চামুণ্ডা কালী মন্ত্র, চামুণ্ডা ধ্যান মন্ত্র, চামুণ্ডা স্তোত্র, চামুণ্ডা ডেভি, চামুণ্ডা প্রণাম মন্ত্র, চামুণ্ডা বীজ মন্ত্র, চামুণ্ডা কালী ছবি, chamunda, chamunda devi, chamunda mantra, chamunda swami, chamunda maa, chamunda devi temple, chamunda kali, chamunda maa photo, chamundaye viche mantra, chamundaye,

চামুণ্ডা হলেন একজন হিন্দু দেবী। যার অপর নাম চামুণ্ডী, চামুণ্ডেশ্বরী, চামুণ্ডা চর্চিকা ও চর্চিকা। চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে বধ করে তিনি ‘চামুণ্ডা’ নামে পরিচিত হন বলে জানা যায়। চামুণ্ডাকে দেবী কালীর অপর রূপ মনে করা হয়। পার্বতী, চণ্ডী, দুর্গা, চামুণ্ডা ও কালী এক ও অভিন্ন বলে জানা যায়।

দেবী চামুণ্ডা রক্ত বা কৃষ্ণবর্ণা; নরমুণ্ডমালা শোভিতা; চার, আট, দশ বা বারো হাতবিশিষ্ট; ডমরু, ত্রিশূল, খড়্গ, সর্প, খট্বাঙ্গ, বজ্র, ছিন্নমুণ্ড ও রক্তপূর্ণ পানপাত্র ধারিণী; মরদেহ বা প্রেতের উপর উপবিষ্টা বা পরাভূত দৈত্য; কঙ্কালসার দেহ, ত্রিনয়না; ভয়াল মুখমণ্ডল, সম্মুখপ্রসারিত দন্তপংক্তি, লম্বিত স্তন,  দীর্ঘ নখ ও স্ফীত উদর যুক্তা; কঙ্কাল, সাপ ও বিছের অলংকারে ভূষিতা, যা ব্যাধি এবং মৃত্যুর প্রতীক; এবং মাথায় জটার মুকুট পরিহিতা। তিনি তাঁর কোটরগত চক্ষু দিয়ে জগৎ ভষ্মীভূত করেন। ভূত ও প্রেতগণ তাঁর সঙ্গী বলে জানা যায়।

আরও জানা যায় যে, প্রাচীনকালে চামুণ্ডার পূজায় নরবলি দেয়া হতো। চামুণ্ডা প্রকৃতপক্ষে একজন অনার্যা দেবী ছিলেন। পরবর্তীকালে তাঁকে হিন্দুধর্মে গ্রহণ করা হয়। জৈনধর্মেও চামুণ্ডার পূজা প্রচলিত আছে বলে জানা যায়। [মো. শাহীন আলম]


Image: Chamunda, Period: Circa 10 – 11th Century CE (?), Mainamati Museum, Department of Archaeology, Cumilla, Bangladesh.


চামুণ্ডা দেবী কে?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply