জরিপ: অগ্রবর্তী জরিপ | Survey
জরিপ (survey) হল বিভিন্ন বস্তুর অবস্থান, আকার, সংখ্যা এবং আপেক্ষিক দূরত্ব পরিমাপ করার পদ্ধতি। জ্ঞান বিজ্ঞানের প্রসারের সাথে সাথে গবেষণা কাজে জরিপের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পেয়েছে। গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ধরনের জরিপ কাজ পরিচালনা করা হয়। যেমন- মাঠ পর্যায়ে সরেজমিনে তথ্য সংগ্রহের জন্য ভূগোল শাস্ত্রে শিকল জরিপ, সমতল টেবিল জরিপ, থিওডোলাইট জরিপ, টোটাল স্টেশন জরিপ, প্রশ্নমালা জরিপ প্রভৃতি ব্যবহৃত হয়ে থাকে।
অগ্রবর্তী জরিপ (pilot survey) হল কোন গবেষণা কাজের জন্য মূল জরিপ শুরু করার আগে পরিচালিত পরীক্ষামূলক জরিপ। গবেষণা কাজের সুবিধার্থে স্বল্প পরিসরে প্রাথমিকভাবে এ জরিপ কাজ পরিচালনা করা হয়। এতে করে একটি জরিপের সম্ভাব্যতা, সময়, খরচ, প্রতিকূল ঘটনাগুলোর মূল্যায়ন এবং সম্পূর্ণ গবেষণা প্রকল্পের কার্যকারিতা সম্পর্কে জানা যায়। [মো. শাহীন আলম]
অগ্রবর্তী জরিপ কাকে বলে?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL