মুঘল স্থাপত্যশৈলী ঝাউদিয়া শাহী মসজিদ | কুষ্টিয়া
ঝাউদিয়া শাহী মসজিদ কুষ্টিয়া জেলাধীন সদর উপজেলার ঝাউদিয়া নামক গ্রামে অবস্থিত। কুষ্টিয়া জেলা শহর থেকে আঁকাবাঁকা সড়কপথে প্রায় ২০ কি.মি. দক্ষিণে ঝাউদিয়া-মাছপাড়া সড়কের সাথে লাগোয়া উত্তরপাশে তিন গম্বুজবিশিষ্ট এ প্রাচীন মসজিদটি দেখা যায়। কুমার নদীর উত্তর তীরে অবস্থিত ঝাউদিয়া শাহী মসজিদটির ভূ-স্থানাঙ্ক (geo-coordinate) হল 23°46’29.9″N 89°03’18.8″E (23.774960, 89.055221)।
ঝাউদিয়া শাহী মসজিদ মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত তিন গম্বুজবিশিষ্ট একটি মসজিদ। আয়তাকার পরিকল্পনায় নির্মিত এ মসজিদটির চারকোণে অনুগম্বুজসহ ৪টি স্তম্ভ বা টারেট (turret) এবং পূর্ব দেয়ালে ৩টি প্রবেশপথ রয়েছে। মসজিদটির ছাদের প্রতিটি গম্বুজের উপরে উল্টানো পদ্ম (inverted lotus) নকশায় শোভিত চূড়া (finial) রয়েছে। অষ্টভূজাকার স্তম্ভ (octagonal column) বা টারেটসমূহের উপরে একই আদলে ১টি করে মোট ৪টি অনুগম্বুজ রয়েছে।
মসজিদের অভ্যন্তরের দেয়াল জুড়ে বিভিন্ন ধরনের ফুল ও জ্যামিতিক নকশা রয়েছে। মসজিদের অভ্যন্তরে পশ্চিম দেয়ালে অলংকৃত ৩টি মিহরাব রয়েছে। মসজিদের বাহির দেয়াল জুড়েও বিভিন্ন ধরনের নকশা রয়েছে। মসজিদের সামনে রয়েছে পাকা মেঝেবিশিষ্ট আঙ্গিনা (courtyard)। আঙ্গিনাটির দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব কোণে ১টি করে এক গম্বুজবিশিষ্ট কক্ষ রয়েছে। কক্ষদ্বয় অষ্টভূজাকার (octagonal) পরিকল্পনায় নির্মিত। চুন-সুরকী ও ইট দিয়ে নির্মিত মসজিদটির দেয়াল জুড়ে আস্তর এবং সাদা রং-এর প্রলেপ রয়েছে।
ঝাউদিয়া মসজিদটি আনুমানিক ১৭ শতাব্দীতে নির্মাণ করা হয়। জানা যায় যে, মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে (১৫৯২ – ১৬৬৬) ঝাউদিয়ার জমিদার শাহ সূফী আহমদ আলী ওরফে আদারী মিয়া এ শাহী মসজিদটি নির্মাণ করেন। জনশ্রুতি অনুসারে, ইরাকের শাহ সুফি আদারী মিয়া ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে কুষ্টিয়া অঞ্চলে আসেন এবং তিনি এ মসজিদটি নির্মাণ করেন। ১১ নভেম্বর ১৯৬৮ সালে প্রকাশিত The Gazette of Pakistan, Karachi অনুসারে কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সংরক্ষিত পুরাকীর্তি, যা বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভূক্ত ও তত্ত্বাবধানে রয়েছে। [মো. শাহীন আলম]
কুষ্টিয়া মুঘল স্থাপত্যশৈলী ঝাউদিয়া শাহী মসজিদ
Follow Us on Our YouTube channel: GEONATCUL