ঝালকাঠির প্রত্নঐতিহ্য: রাজাপুরের খাঁনবাড়ি মসজিদ কমপ্লেক্স

খাঁনবাড়ি মসজিদ (mosque) কমপ্লেক্স ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার আংগারিয়া নামক গ্রামে অবস্থিত। এটি ঝালকাঠি জেলা সদর থেকে ১১.৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে এবং রাজাপুর উপজেলা সদর থেকে ২.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। মূলত আংগারিয়া গ্রামের এ মসজিদ কমপ্লেক্সটি সাবেক রাষ্ট্রপতি মৌলবী আসমত আলী খান-এঁর বাড়ির সামনে অবস্থিত। এ প্রত্নঐতিহ্য থেকে প্রায় ৭০০ মিটার উত্তর ও পূর্ব পাশ দিয়ে সরু জাঙ্গালিয়া নদীর প্রবাহ রয়েছে।
মানচিত্র: খাঁনবাড়ি মসজিদ কমপ্রেক্সটির অবস্থান।
আসর খাঁ ও কিশোর খাঁ নামে দুই ভাই হলেন মৌলবী আসমত আলী খাঁনের প্রথম পূর্বপুরুষ। আনুমানিক ১৮ শতকের প্রথমার্ধ্বে আসর খাঁ ও কিশোর খাঁ ইসলাম প্রচারের জন্য ঝালকাঠির রাজাপুরে আগমন করেন। কিশোর খাঁ একগম্বুজবিশিষ্ট তিনটি মসজিদ নির্মাণ করেন। জনশ্রুতি অনুযায়ী, এ মসজিদ তিনটির নাম হল ‘আল্লাহ’, ‘মুহাম্মদ’ ও ‘ফাতেমা’। মসজিদগুলোর দক্ষিণ পাশে রয়েছে কিশোর খাঁর সমাধী।
খাঁনবাড়ি মসজিদ কমপ্রেক্সটিতে রয়েছে ছোট থেকে বড় তিনটি মসজিদ। একগম্বুজবিশিষ্ট এ মসজিদগুলো প্রায় একই স্থাপত্যিক আদলে নির্মিত। মসজিদ তিনটির চারকোণে ৪টি মিনার (minaret)। গম্বুজ ও মিনারের উপরে রয়েছে অলংকৃত শীর্ষচূড়া (finial)। মসজিদগুলোর বহির্দেয়াল জুড়ে বিভিন্ন নকশা দিয়ে সজ্জিত রয়েছে। মসজিদগুলোর পূর্ব দেয়ালে একটি করে প্রবেশপথ রয়েছে। অর্ধবৃত্তাকার খিলানযুক্ত এ প্রবেশপথগুলোর বাহির দেয়ালে অলংকরণ রয়েছে। মসজিদগুলোর সামনে তিন ধাপের সিঁড়ি রয়েছে। মুসলিম স্থাপত্যিক এ প্রাচীন নিদর্শন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত সংরক্ষিত পুরাকীর্তি। ঝালকাঠি জেলার এ প্রত্নঐতিহ্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভূক্ত ও তত্ত্বাবধানে রয়েছে। [মো. শাহীন আলম]
তথ্যসূত্র:
১. বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা ঝালকাঠি, বাংলা একাডেমী: ঢাকা, ২০১৪, পৃষ্ঠা ৭৩-৭৪।
ঝালকাঠির প্রত্নঐতিহ্য: রাজাপুরের খাঁনবাড়ি মসজিদ
Follow Us on Our YouTube Channel: GEONATCUL