নিয়মিত ডক্টরেট এবং সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী
চীনের পিকিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করেছে। বিভিন্ন ব্যক্তি বা রাষ্ট্রপ্রধানকে এ ধরনের সম্মানসূচক ডিগ্রী পেতে আমরা প্রায় শুনি থাকি। এ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রীটি আসলে কি? অথবা সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী কীভাবে নিয়মিত ডক্টরেট ডিগ্রী (পিএইচডি) থেকে আলাদা হয়? নিম্নে তুলে ধরা হলো।
নিয়মিত ডক্টরেট ডিগ্রী?
ডক্টরেট [Doctorate] বা নিয়মিত ডক্টরেট হলো বিশ্ববিদ্যালয় কর্তৃক ভূষিত একটি একাডেমিক ডিগ্রী। অধিকাংশ দেশে এটি একটি যোগ্যতা অর্জনের ধারক। এ যোগ্যতা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো একটি বিষয় শেখানো হয়, বা একটি নির্দিষ্ট পেশায় কাজ করতে দেয়া হয়। বিভিন্ন রকমের ডক্টরেট রয়েছে, সবচেয়ে সাধারণ হলো ডক্টরাল (পিএইচডি), যা মানবিক থেকে বৈজ্ঞানিক বিভিন্ন ক্ষেত্রের জন্য এ ধরনের ডিগ্রী প্রদান করা হয়। এছাড়াও ডক্টরেট অন্যান্য ধরনেরও হয়ে থাকে। যেমন: মিউজিকাল আর্টস ডাক্তার (D.M.A.) এবং শিক্ষা ডাক্তার (Ed.D.)।
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী কি?
সম্মানসূচক ডক্টরেট [Honorary Doctorate] হলো এমন একটি একাডেমিক ডিগ্রী, যা একটি বিশ্ববিদ্যালয় (কিংবা অন্য ডিগ্রী প্রদানকারী প্রতিষ্ঠান) কর্তৃক কোনো ব্যক্তিকে প্রদান করে, যে ব্যক্তি বিশেষ স্বীকৃতির যোগ্য বলে গণ্য, অথবা যিনি পাণ্ডিত্যপূর্ণ কাজ করেছেন কিংবা বিশ্ববিদ্যালয়ে বা সমাজের অন্য কোনো গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এ ধরনের ডক্টরেট ডিগ্রী প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় (কিংবা ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান) সাধারণ ডিগ্রী থাকার প্রয়োজন বোধ করে না। ডিগ্রিটি প্রায়শই একটি নির্দিষ্ট ক্ষেত্রে বা সাধারণভাবে সমাজে একজন বিশিষ্ট ব্যক্তির অবদানকে সম্মান জানাতে প্রদান করা হয়।
সুতরাং সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী হলো কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ প্রদত্ত একটি সম্মান, আর একটি নিয়মিত ডক্টরেট (যেমন: পিএইচডি) ডিগ্রী কঠোর একাডেমিক অধ্যয়ন, গবেষণা এবং নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণের মাধ্যমে অর্জিত হয়। [মো. শাহীন আলম]